বিনোদন ডেস্ক : তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শারীরিক ওজন বৃদ্ধির জন্য বেশ কয়েকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। সবকিছু মুখ বুজে সহ্য করে মনে মনে পণ করেছিলেন, ওজন কমিয়েই নিন্দুকদের জবাব দেবেন। বাস্তবেও তাই করে দেখিয়েছেন দীঘি।
সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে নিজেকে নতুনভাবে তৈরির অভিজ্ঞতার কথা জানিয়েছেন দীঘি। পাশাপাশি এ সময় যারা তার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
দীঘি জানিয়েছেন, সারাজীবনে অনেক কিছু অতিক্রম করেছি। কিন্তু এই যাত্রাটি আমার সবচেয়ে প্রিয়। গত আট মাসে নিজেকে ৬১ কেজি থেকে ৫২ কেজি ওজনে নিয়ে এসেছি।
তিনি যোগ করেন, এই আট মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান-পতন, ঘুমহীন রাত, হৃদয়ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বডি শেমিংসহ আরও অনেককিছু। তবে নিজের জন্য কখনোই হতাশ বোধ করিনি। প্রতিটি ক্ষেত্রে নিজেকে ভালোবেসেছি এবং প্রতিটি উপায়ে নিজেকে নিয়ে গর্ববোধ করছি।