ঢাকা: বাংলাদেশের টেকসই পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি নাগরিকদের অভ্যাস পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়া হাসান।
শনিবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত বাংলাদেশ সাসটেইনেবিলিটি কনক্লেভ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “সাদা পাথরের ঘটনার ক্ষেত্রে প্রচণ্ড জনমত সরকারের প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। তাই জনসচেতনতা গড়ে তোলা জরুরি, আর এর জন্য প্রয়োজন সঠিকভাবে আইন প্রয়োগ।”
তিনি আরও বলেন, “মনস্তাত্ত্বিক আচরণের দিক থেকে টেকসই মনোভাব গড়ে না তুললে পরিবেশকে টেকসই করা সম্ভব নয়। দেশের পরিবেশের উন্নয়ন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া—এটি একদিনে সম্ভব নয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ আজাজ এবং বাংলাদেশে সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড অব কো-অপারেশন নাইওকা মার্টিনেজ।
নীতিনির্ধারক, শিল্পখাতের নেতৃত্ব, তরুণ উদ্ভাবক ও উন্নয়ন সহযোগীদের একই মঞ্চে এনে পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ নিয়ে আলোচনার জন্য এই কনক্লেভের আয়োজন করা হয়।