বিনোদন ডেস্ক : আমির খানের বিপরীতে ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন আয়েশা জুলকা। কিন্তু হঠাৎ করেই হারিয়ে যান তিনি।
১৯৯৮ সালের পর থেকে তার সিনেমার সংখ্যা কমতে থাকে। ঠিক কী হয়েছিল সে সময়? তা নিয়ে একেকজন একেক কথা বলেন। আয়েশা জুলকা নিজেই সম্প্রতি কথা বলেছেন বিষয়টা নিয়ে।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বলিউড থেকে সরে দাঁড়ানোটা তার সুচিন্তিত সিদ্ধান্ত ছিল। অভিনেত্রী বলেন, কোনো প্রজেক্টের অংশ হিসেবে আমি সেখানে কোনো অবদান রাখতে পারছি কি না, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা তখনই একমাত্র সম্ভব, যদি আমাকে অভিনয়ের সুযোগ দেওয়া হয়। তা হলে কি এক সময় তাকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল?
আয়েশা উত্তর দেন একটু অন্য ভাবে। ‘খিলাড়ি’ সিনেমার অভিনেত্রী বলেন, আমাকে কোনো প্রজেক্টে গুরুত্বহীন করে রাখলে আমি তার অংশ হতে চাই না।
এই কারণেই একটা সময়ে নিজেকে সরিয়ে নেন আয়েশা। তিনি বলেন, প্রত্যেক অভিনেত্রীই উন্নতি করতে চান। তিনি শুধুমাত্র ‘গ্ল্যাম গার্ল’ হিসেবে নয়, বরং অভিনয়ের নিক্তিতে পরিচিত হতে চান। আমিও কেরিয়ারের শুরুতে সেটাই চেয়েছিলাম। তবে কারও প্রতি আয়েশার কোনো ক্ষোভ নেই।
তিনি বলেন, যে রকম প্রস্তাব এসেছে, তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তবে সেই চরিত্রগুলো প্রায় একই রকম ছিল। যে ধরনের সিনেমা করছিলাম, সেগুলো আর আমাকে আনন্দ দিতে পারছিল না। অভিনয় থেকে বিরতি নিয়ে নিজের এনার্জি অন্য কোথাও ব্যয় করাটাই তখন আমার কাছে বুদ্ধিমানের কাজ মনে হয়েছিল।