বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলি। তিনি আলোচিত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বোন। ২০২১ সালের এপ্রিলে সহকর্মী অমিতের সঙ্গে ঘর বাঁধেন দেবশ্রী। এটি তার দ্বিতীয় বিয়ে। কিন্তু বিয়ের দশ দিন পরই নানাভাবে দেবশ্রীকে অত্যাচার শুরু করেন অমিত ভাটিয়া। যা পরবর্তীতে মামলা পর্যন্ত গড়ায়। সর্বশেষ এ সংসারের ইতি টানেন দেবশ্রী।
ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে এর আগে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেবশ্রী গাঙ্গুলি। ফের ব্যক্তিগত জীবন সামনে আনলেন এই অভিনেত্রী। তার পরবর্তী সিনেমা ‘ফাটাফাটি’। এ সিনেমার প্রচারের অংশ হিসেবে সাক্ষাৎকার দিয়েছেন দেবশ্রী। এ আলাপচারিতায় ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন তিনি।
দ্বিতীয় বিয়ের পরও ধাক্কা খেয়েছেন। মাঝে বেশ কয়েক বছর একা ছিলেন। তখন কোনো অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন কিনা? এ প্রশ্নের জবাবে দেবশ্রী গাঙ্গুলি বলেন, ‘মেয়েরা একা থাকা মানেই ছেলেরা ভেবে নেয়, মেয়েটির শারীরিক চাহিদা আছে কিংবা তার আর্থিক সাহার্য প্রয়োজন। আর এই ফাঁক দিয়ে ওরা ঢোকার চেষ্টা করে। কিন্তু ছেলেরা বোঝে না যে মেয়েরা খুব স্মার্ট। অর্গাজমের জন্য আমাদের পুরুষের দরকার নেই। চাহিদা মেটানোর আরো অনেক উপায় আছে।’
নতুনভাবে সংসার জীবন শুরু করতে চান না কিনা? এ প্রশ্নের জবাবে দেবশ্রী গাঙ্গুলি বলেন, ‘ভরসা করার মতো মানুষ পেলে নিশ্চয়ই আবার নতুনভাবে ভাববো, ডেট করব। তবে আমি একা ভালো আছি। আমাদের নতুন সিনেমার ভাষায় বলি— ‘একা থাকো আর সম্পর্কে থাকো, ফাটাফাটি থাকাটা গুরুত্বপূর্ণ।’
আপনার বোন শুভশ্রী গাঙ্গুলি অভিনয় ক্যারিয়ারে আপনার চেয়েও সফল, কখনো হিংসা হয়েছে? উত্তরে দেবশ্রী বলেন, ‘কখনো না। শুভ আমার বোন নয়, ও আমার মেয়ে। ওর সাফল্যে আমি গর্বিত। আমাদের সম্পর্কটা ছোটবেলা থেকে সেভাবেই তৈরি হয়েছে। আমরা পরস্পরের অনুপ্রেরণা।’