বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘পোন্নিয়িন সেলভান টু’। মুক্তির পর থেকেই সিনেমাটি রীতিমতো ঝড় তুলেছে বক্সঅফিসে।
মাত্র দুইদিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপিরও বেশি আয় করেছে ‘পোন্নিয়িন সেলভান টু’। এটি নির্মাণ করেছেন পরিচালক মণি রত্নম।
বলিউড মুভি রিভিউজ থেকে জানা যায়, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৬৪.১৪ কোটি রুপি। যেখানে শুধু ভারতীয় বক্স অফিস থেকে এটি আয় করেছে ৩৮ কোটি রুপি। অন্যদিকে দ্বিতীয় দিনে বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে ৪৫.৪৬ কোটি রুপি।
এর আগে বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল ‘পোন্নিয়িন সেলভান ওয়ান’। মুক্তির পর ৫০০ কোটিরও বেশি আয় করেছিল এটি। প্রথম কিস্তির রেকর্ডও ভেঙে ফেলবে ‘পোন্নিয়িন সেলভান টু’ এমনটাই আশা করছেন সিনেমার প্রযোজকরা।
প্রসঙ্গত, ‘পোন্নিয়িন সেলভান টু’-তে ঐশ্বরিয়া ছাড়া আরও অভিনয় করেছেন, বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণসহ প্রমুখ।