বিনোদন ডেস্ক : বলিউডের বিতর্কিত তারকা রাখি সাওয়ান্ত আলোচনায় থাকতে ভালোবাসেন। খবরে থাকতে করে বসেন উদ্ভট সব কর্মকাণ্ড। তার এসব কাজে যারপরনাই বিরক্ত নেটিজেনরা। তবে এবার এমন আক কাজ করে বসলেন যা দেখে রাগে অগ্নিশর্মা হয়ে রীতিমতো তুলোধনো করছে নেটাগরিকরা।
গতকাল সোমবার কালো টি-শার্ট আর নীল ট্র্যাক প্যান্টে রাখির দেখা মিলল মুম্বাইয়ের রাস্তায়। খোলা চুল নিয়ে কিছুক্ষণ ‘রং-তামাশা’ করেন মিডিয়ার সামনে। এরপর হঠাৎই প্যান্ট নামিয়ে টি শার্ট তুলে দেখান কোমরের খাঁজের নীচের অংশে থাকা পিস্তলের ট্যাটু। বললেন, ‘উরফির ওখানে বন্দুক, আমার এখানে’।
রাখির ওই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। আর তা দেখে রেগে আগুন সবাই। ভিডিওটির মন্তব্যের ঘরে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। একজন লিখেছেন, ‘জেল থেকে বেরিয়ে আদিল তোকে এই বন্দুক দিয়েই গুলি করবে। আর কদিন দাঁড়িয়ে যা’।
এক নেটিজেন লিখেছেন, ‘এই যে ফতিমা হয়ে ঘুরছিলে, বোরখা পরছিলে, নামাজ পড়ছিলে, সেসব নাটক শেষ, এবার কোন নাটক শুরু হবে তাহলে?’ তৃতীয়জনের মত, ‘মিডিয়া কিছু ভিউয়ের আশায় এদের মতো মানুষগুলোকে প্রচার দেয়। আর এরাও যা ইচ্ছে তাই করে। জঘন্য একেবারে।’
দীর্ঘদিনের প্রেমিক আদিল আলি দুরানিকে বিয়ে করেছিলেন রাখি। স্বামীয় ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে গ্রহণ করেন ইসলাম ধর্ম। কিন্তু এই সংসারও এখন খাদের কিনারায় পা দোলাচ্ছে। স্বামী আদিলও এখন কারাগারে। স্বামী ও সংসারের জন্য কিছুদিন কন্নাকাটি করলেও এখন ফিরেছেন স্বরূপে।