স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরে ধুঁকতে থাকা লিভারপুল উঠে এসেছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। গোলশূন্য প্রথমার্ধের পর দুই দল মিলে গোল উৎসবে মেতে উঠে দ্বিতীয়ার্ধে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে লড়াই। দুবার পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ালেও তৃতীয়বারে আর সফল হয়নি নটিংহ্যাম ফরেস্ট। শেষ পর্যন্ত দারুণ জয়ে লিগ টেবিলে এক ধাপ উপরে উঠল অলরেডরা।
শনিবার (২২ এপ্রিল) ঘরের মাঠ অ্যানফিল্ডে নটিংহাম ফরেষ্টের বিপক্ষে ম্যাচে ৩-২ গোলে জয় পায় স্বাগতিকরা। লিভারপুলের হয়ে ম্যাচে জোড়া গোল করেছেন ডিয়াগো জোতা, একটি গোল করেছেন মোহাম্মদ সালাহ। নটিংহামের পক্ষে গোল দুটি করেছেন নিকো উইলিয়ামস এবং হোয়াইট।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৪৭ মিনিটে জোতা গোল করে এগিয়ে দেন লিভারপুলকে। কর্নারে উড়ে আসা বলে ফাবিনিয়োর হেড পাস পেয়ে হেডেই গোলটি করেন দিয়েগো জটা। চার মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে সমতা টানেন লিভারপুলেরই সাবেক ডিফেন্ডার নিকো উইলিয়ামস।
গোল খাওয়ার ৪ মিনিটের মাথায় অর্থাৎ ৫৫তম মিনিটে আবার জোতা গোল করে এগিয়ে দেন লিভারপুলকে। বাঁ দিক থেকে ইংলিশ ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসনের ফ্রি কিকে বল বক্সে বুক দিয়ে নামিয়ে হাঁটু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে ঠিকানায় পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।
তবে সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয় অলরেডরা। ম্যাচের ৬৭ মিনিটে সেই গোলটিও পরিশোধ করে মিডফিল্ডার মর্গ্যান গিবস-হোয়াইট। তবে তিন মিনিট পরই ডান দিক থেকে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড ফ্রি কিকে ছয় গজ বক্সের মুখে বল পাঠান, আর ঘিরে থাকা ডিফেন্ডারদের সব চ্যালেঞ্জ সামলে নিচু শটে দলকে উচ্ছ্বাসে ভাসান মোহামেদ সালাহ। আর সেই লিড ধরে রেখেই তারা ম্যাচটি শেষ করে।
৩১ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে লিভারপুল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে ছয়ে অ্যাস্টন ভিলা, তারা অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
সিটির সমান ৩০ ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে নিউক্যাসল ইউনাইটেড। ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার।