চোটের কারণে গত মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়নি তাকে। তবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ২৮ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডারকে নিয়েই খেলতে নামবে শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ১৬ সদস্যের দলটির নেতৃত্বে আছেন বাঁহাতি ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা। হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে থাকা হাসারাঙ্গাকে ফিরিয়ে জুলাইয়ের বাংলাদেশ সিরিজ থেকে এশিয়া কাপের দলে মোট চারটি পরিবর্তন আনল শ্রীলঙ্কা।
সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভ্যান্ডারসে ও ইশান মালিঙ্গা। দলে ফিরেছেন দুই ব্যাটসম্যান নুয়ানিদু ফার্নান্দো ও কামিল মিশারা এবং ফাস্ট বোলার দুশমন্থ চামিরা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থাকা দুশান হেমন্ত ও ভিশেন হালামবাগে এশিয়া কাপের দলে নেই।
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, আফগানিস্তান ও হংকংয়ের সঙ্গে আছে শ্রীলঙ্কা। আগামী ১৩ সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ২০২২ এশিয়া কাপের চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কার পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে দুবাইয়ে। আর আফগানিস্তানের বিপক্ষে ১৮ সেপ্টেম্বর আবুধাবিতে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে লংকানরা।
এশিয়া কাপের শ্রীলঙ্কা দল: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ওয়েল্লালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান থুসারা ও মাতিশা পাথিরানা।