স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। আগামী মাসে অনুষ্ঠেয় এই সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েই ওয়ানডে সুপার লিগের লড়াইয়ে নামবে আইরিশরা। যার ধারাবাহিকতায় ঘোষিত দলে ফিরিছেন জশুয়া লিটল। ৫ মে আইপিএল থেকে ফিরে জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন এই পেসার।
গত মাসে বাংলাদেশ সফরে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে যাওয়া আয়ারল্যান্ড দলে খুব বেশি পরিবর্তন নেই। বাদ পড়েছেন বেন হোয়াইট, টমাস মায়েস ও ম্যাথু হামফ্রেইস।
উল্লেখ্য, মে মাসে আয়ারল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা থাকায় সিরিজটি হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সিরিজটি আইরিশদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনায় থাকতে তিনটি ম্যাচই জিততে হবে তাদের।
আগমী ৯, ১২ ও ১৪ মে সিরিজের ম্যাচ তিনটি মাঠে গড়াবে। আর মূল সিরিজের লড়াই শুরুর আগে ৫ মে আয়ারল্যান্ড উলভস নামে পরিচিত আইরিশদের ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেই ম্যাচের জন্যও শুক্রবার পিটার মুরের নেতৃত্বে দল ঘোষণা করে ক্রিকেট আয়ারল্যান্ড।
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং।