ঢাকা : মেটার কাছ থেকে ক্ষতিপূরণ পেতে পারেন ফেসবুকের ১৬ বছরের পুরাতন ব্যবহারকারীরা। ২০০৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে যারা ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা দাবি করতে পারেন এ ক্ষতিপূরণ।
ভারতীয় গণমাধ্যম টেক গাপের খবরে বলা হয়, ২০১৮ সালে কেমব্রিজের একটি তথ্য সংগ্রহকারী থার্ড পার্টি অ্যাপ্লিকেশন পার্সোনালিটি বা ব্যক্তিত্ব নির্ভর কুইজ পরিচালনার নামে কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল। এই খবর প্রকাশ্যে আসার পরই ফেসবুকের (মেটা) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সম্প্রতি এই মামলার রায় দিয়েছে আমেরিকার একটি আদালত।
কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে মেটাকে ৭২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি। তাই কোনো মার্কিন বাসিন্দারা যদি মনে করেন তাদের ফেসবুক ডেটা অপব্যবহার করা হয়েছে তবে তারা অর্থের দাবি করতে পারেন।
এদিকে কেমব্রিজ অ্যানালিটিকা মামলায় ফেসবুক এখনও নিজেদের ভুল স্বীকার করেনি। যদিও এই মামলা দায়ের পর থেকে প্ল্যাটফর্মটি অধিক সক্রিয়তার সাথে তাদের ব্যবহারকারীদের প্রাইভেসি নিশ্চিত করার কাজ করছে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থাও নিচ্ছে বলে দাবি করা হয়েছে।
জানা গেছে, ২০১৮ সালে কেমব্রিজ অ্যানালিটিকা নামক ব্রিটিশ কনসাল্টিং ফার্ম প্রায় ৮৭ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তাদের সম্মতি ছাড়াই হাতিয়ে নিয়েছিল। এই খবর প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ হয় মার্কিন নাগরিকরা। সেসময় সন্দেহ করা হয়েছিল- মানুষের তথ্য ব্যবহার করে রাজনৈতিক ক্যাম্পাইন চালানো হচ্ছে।