ঢাকা : স্যামসাংকে টেক্কা দিতে এবার ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসছে গুগল। আগামী জুনে মার্কিন এই বহুজাতিক প্রতিষ্ঠানটি তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘পিক্সেল ফোল্ড’ বাজারে আনতে পারে।
জানা গেছে, আসছে ১০ মে গুগল তাদের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে ‘পিক্সেল ফোল্ড’ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবে। ফোনটিতে আধুনিকতার সব ছোঁয়াই থাকবে।
বিশ্লেষকরা বলছেন, স্যামসাংয়ের সবশেষ ফোল্ডেবল স্মার্টফোন ‘গ্যালাক্সি জেড ফোল্ড-৪’ মডেলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে গুগলের ‘পিক্সেল ফোল্ড’।
পিক্সেল ফোল্ডে থাকবে ৫ দশমিক ৮ ইঞ্চির ডিসপ্লে। যখন ফোল্ড খোলা হবে তখন তা বেড়ে ৭ দশমিক ৬ ইঞ্চি আকার ধারণ করবে। গুগল দাবি করছে, পূর্ণ চার্জে পিক্সেল ফোল্ড টানা ২৪ ঘণ্টা সচল থাকবে। আর পাওয়ারসেভিং মুডে তা টানা ৭২ ঘণ্টা সেবা দিতে পারবে। গুগল তার ফোল্ডেবল স্মার্টফোনের সঙ্গে বিনা মূল্যে একটি পিক্সেল ঘড়িও উপহার দেবে বলে জানা গেছে। সূত্র: দ্য ভার্জ, সিএনবিসি