জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার যুক্ত করেছে ‘শিডিউল কল’ নামের নতুন ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন চাইলে আগেই গ্রুপ কলের সময় নির্ধারণ করে রাখতে পারবেন, সরাসরি অ্যাপের কলস (Calls) ট্যাব থেকেই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নতুন কী আছে?
কলস (Calls) ট্যাবের ‘+’ বাটন থেকে ব্যবহারকারীরা নির্দিষ্ট তারিখ ও সময় বেছে নিয়ে গ্রুপ কল শিডিউল করতে পারবেন।
শিডিউল করার পর কলটি আলাদা সেকশনে দেখা যাবে, যেখানে অংশগ্রহণকারীরা তালিকা দেখতে পারবেন এবং চাইলে সেটি নিজেদের ক্যালেন্ডারে যুক্ত করতে পারবেন।
কল শুরুর আগে অংশগ্রহণকারীদের কাছে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন যাবে।
তাছাড়া, কলের ভেতরে যুক্ত করা হয়েছে আরও কিছু নতুন ইন্টার্যাকশন টুল—
হ্যান্ড রেইজ অপশন: কেউ কথা বলতে চাইলে হাত তোলার মাধ্যমে সংকেত দিতে পারবেন, যাতে আলাপচারিতার প্রবাহ ব্যাহত না হয়।
রিঅ্যাকশন ইমোজি: দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য কল চলাকালীন ইমোজি পাঠানো যাবে।
রিয়েল-টাইম অ্যালার্ট: যাঁরা কল লিংক শেয়ার করেছেন, তারা জানতে পারবেন কে কখন লিংক ব্যবহার করে যুক্ত হচ্ছেন।
কেন গুরুত্বপূর্ণ?
এই আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল আরও সংগঠিত ও প্রাণবন্ত হয়ে উঠবে। বন্ধুবান্ধবদের আড্ডা থেকে শুরু করে কাজের মিটিং—সবক্ষেত্রেই এটি কার্যকর হতে পারে। আর সব কল আগের মতোই থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশনে সুরক্ষিত।