শিরোনাম
জুলাই চেতনার স্পিরিট নষ্ট করে উপদেষ্টা ও সমন্বয়করা চাঁদাবাজিতে লিপ্ত: রিজভী গ্রুপ কল হবে এখন আরও মজার, নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না : রুক্মিণী মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে শেখ হাসিনার কার্যালয়ের ১৫ গাড়িচালকের প্লট বরাদ্দ বাতিল অনেক কম খরচে সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ, সময় লাগবে ৪-৬ মাস বৈধ না হলে নির্বাচনের কোনো মানে নেই : ড. ইউনূস রাষ্ট্রের পুরো অঙ্গে ক্যান্সারের মতো ফ্যাসিবাদ ছড়িয়েছেন ড. ইউনূস: রাশেদ খান ব্যাটে–বলে বিবর্ণ সাকিব, হারে সিপিএল শুরু অ্যান্টিগার মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

গ্রুপ কল হবে এখন আরও মজার, নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার যুক্ত করেছে ‘শিডিউল কল’ নামের নতুন ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন চাইলে আগেই গ্রুপ কলের সময় নির্ধারণ করে রাখতে পারবেন, সরাসরি অ্যাপের কলস (Calls) ট্যাব থেকেই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নতুন কী আছে?

কলস (Calls) ট্যাবের ‘+’ বাটন থেকে ব্যবহারকারীরা নির্দিষ্ট তারিখ ও সময় বেছে নিয়ে গ্রুপ কল শিডিউল করতে পারবেন।
শিডিউল করার পর কলটি আলাদা সেকশনে দেখা যাবে, যেখানে অংশগ্রহণকারীরা তালিকা দেখতে পারবেন এবং চাইলে সেটি নিজেদের ক্যালেন্ডারে যুক্ত করতে পারবেন।
কল শুরুর আগে অংশগ্রহণকারীদের কাছে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন যাবে।

তাছাড়া, কলের ভেতরে যুক্ত করা হয়েছে আরও কিছু নতুন ইন্টার‌্যাকশন টুল—

হ্যান্ড রেইজ অপশন: কেউ কথা বলতে চাইলে হাত তোলার মাধ্যমে সংকেত দিতে পারবেন, যাতে আলাপচারিতার প্রবাহ ব্যাহত না হয়।
রিঅ্যাকশন ইমোজি: দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য কল চলাকালীন ইমোজি পাঠানো যাবে।
রিয়েল-টাইম অ্যালার্ট: যাঁরা কল লিংক শেয়ার করেছেন, তারা জানতে পারবেন কে কখন লিংক ব্যবহার করে যুক্ত হচ্ছেন।

কেন গুরুত্বপূর্ণ?

এই আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল আরও সংগঠিত ও প্রাণবন্ত হয়ে উঠবে। বন্ধুবান্ধবদের আড্ডা থেকে শুরু করে কাজের মিটিং—সবক্ষেত্রেই এটি কার্যকর হতে পারে। আর সব কল আগের মতোই থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশনে সুরক্ষিত।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com