বিনোদন ডেস্ক : মাদকসহ বিমানবন্দরে আটক হয়ে শারজায় কারাবন্দি রয়েছেন বলিউড অভিনেত্রী ক্রিসন পেরেরা। খবর অনুযায়ী, দুবাই বিমানবন্দরে মাদকসহ ধরা পড়েন ক্রিসন। তবে অভিনেত্রীর পরিবারের দাবি, তাকে ফাঁসানো হয়েছে।
ক্রিসনের পরিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ক্রিসন এক ব্যক্তির ফাঁদে পড়েছিলেন, যিনি নিজেকে রবি বলে পরিচয় দেন। লোকটি প্রথমে ক্রিসনের মা প্রমিলা পেরেরাকে মেসেজ করেন যে, মেয়ের প্রতিভা তিনি তুলে ধরতে চান কি না। এরপর তাকে একটি আন্তর্জাতিক ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। বেশ কয়েকবার দেখা করার পর দুবাইতে ১ এপ্রিল ক্রিসনের অডিশনের ব্যবস্থা করা হয়।
অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, ক্রিসনের দুবাই যাওয়ার সমস্ত ব্যবস্থা ওই ব্যক্তিই করেছিলেন। ক্রিসন দুবাই যাওয়ার আগে অভিযুক্তরা মুম্বাই বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরত্বে একটি কপি শপে তার সঙ্গে দেখা করেন। সেখানে অভিনেত্রীর হাতে একটি ট্রফি তুলে দেওয়া হয়, ক্রিসনকে ওই ব্যক্তি বলেছিল ট্রফিটি অডিশনের চিত্রনাট্যের অংশ এবং অডিশনের জন্য প্রয়োজন হবে। সে কারণেই, ক্রিসন সঙ্গে করে ট্রফিটি নিয়ে যান। এই ট্রফির মধ্যেই মাদক পাওয়া যায় বলে খবর এসেছে।
খবর অনুযায়ী, দুবাইতে ক্রিসনের জন্য একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে, যার জন্য ১৩ লাখ টাকা খরচ হবে। এছাড়া আর কোনো অফিসিয়াল চার্জ বা জরিমানা আছে কি না তা এখনো জানা যায়নি।
ক্রিসনকে দেখা গিয়েছিল মহেশ ভাটের ‘সড়ক ২’ সিনেমাতে।