ভাবনার চিত্রকর্ম ক্রয় করলেন নুসরাত ফারিয়া

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাংলাদেশ-ভারতে সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। বাহ্যিক সৌন্দর্যের মতোই সদ্য ফোটা ফুলের সুবাস ছড়ায় তার চিন্তাধারা। অনেকে তাকে ‘বিউটি উইথ ব্রেইন’ বলে থাকেন।

অন্যদিকে অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের দ্যুতির তিল পরিমাণ ঘাটতি নেই অভিনেত্রী আশনা হাবিব ভাবনার মাঝে। তার দর্শকপ্রিয়তাও ঈর্ষণীয়। তবুও প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে শামিল হন না তিনি। কাজ করে যান নিজের মতো বেছে বেছে। এভাবেই যাকিছু ভালো তা দিয়ে নিজের ঝুলি পূর্ণ করছেন তিনি।

এই দুই তারকা বাঁধা পড়লেন একসূত্রে। অভিনয়ে পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও নাম করেছেন ভাবনা। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের চিত্রকর্ম প্রকাশ করেন তিনি। এবার ভাবনার আঁকা ‘মুখ ও মুখোশ’ সিরিজের তিনটি ছবি সংগ্রহ করলেন ফারিয়া। বিষয়টি নেট মাধ্যমে ভাবনা নিজেই জানিয়েছেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ফারিয়া আমার কলিগ ও ভালো বন্ধু। তো সম্প্রতি সে ফোন করল, জানালো নতুন বাসা নিয়েছে। সে চাইছে তার বাসার দেয়াল আমার ছবি দিয়ে সাজানো হোক। এরপর সে আমার বাসায় এসে আমার কাজগুলো দেখল, প্ল্যান করল। এরপর ৫টা ছবি সিলেক্ট করল। আমিও ওর বাসার দেয়াল সিলেক্ট করে সেগুলো ঝুলিয়ে দিলাম। এটাই আসলে প্রক্রিয়া। এখানে নিলামে তোলার মতো কিছু হয়নি!’

সেইসঙ্গে ভাবনা জানিয়েছেন ফারিয়া তার চিত্রকর্মগুলো কিনে নিয়েছেন। বিষয়টি তিনি ইতিবাচকভাবে দেখছেন। কেননা তিনি মনে করেন আমাদের দেশে শিল্পকর্ম মূল্যায়ন করার চর্চা তুলনামূলকভাবে কম।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে ভাবনা অভিনীত ওয়েব সিরিজ ‘ওভার ট্রাম্প’। এতে তার রমা চরিত্রটি বেশ প্রশংসিত হয়েছে। অন্যদিকে ফারিয়ার বেশকিছু চলচ্চিত্র মুক্তির মিছিলে রয়েছে। বর্তমানে তিনি কাজ করছেন ‘ফুটবল-৭১’এ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com