স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা বার্সেলোনা হোঁচট খেল ‘পুঁচকে’ গেটাফের কাছে। প্রতিপক্ষে মাঠে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। টানা দুই ম্যাচ গোল বঞ্চিত থাকা বার্সেলোনাকে গেটাফের বিপক্ষেও পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়।
রোববার (১৬ এপ্রিল) গেটাফের বিপক্ষে পুরো ম্যাচ আটটি শট নেয় বার্সেলোনা, যার তিনটি ছিল লক্ষ্যে। ম্যাচের শুরুর দিকে ঘরের মাঠে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল গেটাফে। দামিয়ান সুয়ারেসের ফ্লিকে বল পেয়ে যান বোরহা মায়োরাল। তিনি উঁচু করে বাড়ান মুনির এল হাদ্দাদিকে। অরক্ষিত এই ফরোয়ার্ড হেড রাখতে পারেননি লক্ষ্যে।
ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সেলোনাও। মার্ক-আন্ড্রে টের স্টেগেনের ফ্রি কিকে রবের্ত লেভানদোভস্কির ফ্লিকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান রাফিনিয়া। কিছুটা এগিয়ে গিয়ে শট নেন তিনি। কাছের পোস্ট কাঁপিয়ে ফেরা বল পেয়ে যান আলেহান্দ্রো বাল্দে। তার শটও ফেরে একই পোস্টে লেগে।
বিরতিতে যাওয়ার আগে দারুণ সেভে বার্সেলোনাকে এগিয়ে যেতে দেননি দাভিদ সোরিয়া। প্রথমার্ধে পর দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে বার্সা। ম্যাচের ৭৫ মিনিটে দূর পাল্লার শটে গোলরক্ষককে পরাস্ত করার চেষ্টা করেন রাফিনিয়া। কিন্তু সোরিয়া দারুণ দক্ষণতায় কর্নারের বিনিময়ে ধরে রাখেন সমতা।
ম্যাচের শেষদিকেও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। বিপজ্জনক জায়গায় একটি ফ্রি কিক পেয়েছিল সফরকারীরা, কিন্তু সেটা থেকে গেটাফের রক্ষণের পরীক্ষাও নিতে পারেনি তারা।