বিনোদন ডেস্ক : টলিউডের গ্ল্যামারস ওয়ার্ল্ডে সফল অভিনেত্রীদের সংখ্যা একেবারেই কম নয়। তবে সবাই যে প্রথমে এসে টিনসেল টাউনে সফল হয়েছেন এমনটা কিন্তু নয়। টলিউডের এমন অনেক অভিনেত্রী রয়েছে যাদের ক্যারিয়ার শুরু হয়েছিল ছোটপর্দা দিয়েই। একসময় এরাই ছোটপর্দায় অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছিলেন। এরপর ছোটপর্দা থেকে তাদের সফর শুরু হয় বাংলা সিনেমা জগতে। আর সেখানেও সফল হয়ে চলেছেন একের পর এক। আসুন সেই সব অভিনেত্রীদের দেখে নেওয়া যাক, যাদের ক্যারিয়ার শুরু হয়েছিল ছোটপর্দা দিয়েই।
ঋতাভরী চক্রবর্তী:
ওগো বধূ সুন্দরী সিরিয়ালের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। সেসময় ললিতা চরিত্রটি দারুণভাবে জনপ্রিয়তা পায়। ২০১৪ সালে তিনি চোখের তারা সিরিয়ালেও অভিনয় করেন। এরপর সিরিয়াল ছেড়ে তিনি মডেলিং ও পরবর্তী সময়ে সিনেমাতেও অভিনয় করেন তিনি।
এনা সাহা:
টলিউডের গ্ল্যামারস গার্ল এনা সাহা। বন্ধন, বউ কথা কও, রাত ভোর বৃষ্টি, সুভাসিনী, মা-এর মতো সিরিয়ালে অভিনয় করেন তিনি।
দর্শনা বণিক:
বউ কথা কও সিরিয়ালে মিলির চরিত্রে দেখা গিয়েছিল টলিউডের আর এক জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিককে। পরে বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেন। টলিউডের পাশাপাশি এখন দক্ষিণী ও বলিউড সিনেমাতেও অভিনয় করছেন তিনি।
পার্ণো মিত্র:
রবি ওঝা পরিচালিত খেলা সিরিয়ালে প্রথম দেখা যায় পার্ণোকে। এরপর মোহনা, বউ কথা কও, সময়, কোরা পাখি, শ্রীময়ী সিরিয়ালেও কাজ করেছেন তিনি। সিরিয়ালের পর টলিউডেও পার্ণো সফল অভিনেত্রী।
পাওলি দাম
১৯৯৯ সালে জীবন নিয়ে খেলা সিরিয়ালের মাধ্যমে ডেবিউ করেন। এরপর একাধিক সিরিয়ালে দেখা যায় পাওলিকে। তার অভিনয়ে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা ও হিন্দি সিনেমাকেও।
মিমি চক্রবর্তী:
গানের ওপারে সিরিয়াল দিয়ে বিনোদন জগতে হাতেখড়ি। পুপের চরিত্রে নজর কাড়েন মিমি। এখন তো টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকাদের মধ্যে একজন।
রূপসা মুখোপাধ্যায়:
সিরিয়াল দিয়েই পথচলা শুরু করেন রূপসা মুখোপাধ্য়ায়। ওম নমঃ শিবায় সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
সোহিনী সরকার:
একদিন-প্রতিদিন ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করেন সোহিনী সরকার। এরপর অভিনেত্রীকে রাজপথ, ওগো বধূ সুন্দরী অদ্বিতীয়া, ভূমিকন্যা সিরিয়ালে দেখা যায়। তবে সিরিয়ালের পর খুব শীঘ্রই তিনি বাংলা সিনেমাতেও পা রাখেন।
ইশা সাহা:
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সফলতম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ইশা সাহা। তিনি ঝাঁঝ লবঙ্গ ফুল সিরিয়াল দিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখেন। এরপর প্রজাপতি বিস্কুট সিনেমা দিয়ে টলিউডে পা রাখার পর ইশাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।