আপত্তিকর অবস্থায় প্রকাশ্যে ধরা পড়ে চড় খান বিপাশার স্বামী!

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু বিয়ের পর যেন একদম উধাও হয়ে গেছেন। কন্যা দেবীকে নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বিভিন্ন ধরণের ছবিও পোস্ট করেন তিনি। কিন্তু বিয়ের সাত বছর পার হলেও কর্ণের পরকীয়া সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে এখনো চর্চা থামেনি।

মূলত ধারাবাহিক নাটক থেকেই অভিনয় শুরু করেছিলেন কর্ণ। তিন বছর কাজ করার পর ‘দিল মিল গায়ে’ সিরিয়ালের মাধ্যমেই সাফল্যের স্বাদ পান তিনি। অভিনয় জগতে নিজের পরিচিতি তৈরি হওয়ার পর টেলি অভিনেত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কর্ণ। কিন্তু তাদের সম্পর্ক বেশি দিন টিকেনি। দশ মাস এক ছাদের নিচে থাকার পর কর্ণের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন শ্রদ্ধা।

এদিকে কর্ণ যে ডান্স রিয়্যালিটি শোতে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, সেই শোতে কর্ণের কোরিয়োগ্রাফার ছিলেন নিকোল অ্যালভারেস। এমনকি নিকোলের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন কর্ণ। আর এ খবর প্রকাশ্যে আসায় কর্ণ এবং শ্রদ্ধার বিবাহবিচ্ছেদ হয়।

এ বিচ্ছেদের তিন বছর পর সহ-অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে বিয়ে করেন কর্ণ। ‘দিল মিল গায়ে’ ধারাবাহিকের শুটিংয়ের দৌলতে জেনিফারের সঙ্গে আলাপ হয় কর্ণের। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। এমনকি টেলিভিশনের পর্দায় কর্ণ-জেনিফারের জুটি দর্শকদের মনেও খুব ধরেছিল। কিন্তু কর্ণ এবং জেনিফারের সম্পর্কের মধ্যেও চিড় ধরে। জেনিফার জানতে পারেন যে, কর্ণের সঙ্গে নিকোলের আবার সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রী শ্রদ্ধার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন কর্ণ।

একইসঙ্গে দুই নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে থাকার কথা জানতে পেরে যান জেনিফার। ফলে কর্ণের সঙ্গে একই বাড়িতে থাকলেও কথা বলা বন্ধ করে দিয়েছিলেন এ অভিনেত্রী। আর সেই সময় কর্ণের সঙ্গে ‘দিল মিল গায়ে’ ধারাবাহিকের শুটিং করতেন জেনিফার।

ইন্ডাস্ট্রিতে কানাঘুষা শোনা যায়, দুইজনের মধ্যে কথোপকথন বন্ধ থাকায় শুটিং ফ্লোরে একে অপরের কাছেও যেতেন না জেনিফার-কর্ণ। এমনকি শুটিংয়ের সময়গুলোও আলাদা করে নিয়েছিলেন তারা। একসঙ্গে কোনো দৃশ্যে অভিনয় না থাকলে শুটিং ফ্লোরে অন্য সময়েই আসতেন তারা।

এদিকে জেনিফারের সঙ্গে অশান্তি হওয়ার পর শ্রদ্ধা এবং নিকোলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন কর্ণ। কর্ণ তার নিজের ভুল বুঝতে পেরেছেন বলে তাকে ক্ষমাও করে দেন জেনিফার। ফলে তাদের সম্পর্ক আবারও জোড়া লাগে। কিন্তু কিছুদিন পর তাদের সম্পর্কে এক তৃতীয় ব্যক্তির আবির্ভাব হয়।

‘কবুল হ্যায়’ নামের একটি হিন্দি ধারাবাহিকে কাজ করতে শুরু করেন কর্ণ। কানাঘুষা শোনা যায়, সেই ধারাবাহিকের প্রযোজক গুল খানের সঙ্গে নাকি পরকীয়ায় জড়িয়ে পড়েছেন কর্ণ। শুধু প্রযোজকের সঙ্গেই নয়, পাশাপাশি ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী সুরভি জ্যোতির সঙ্গেও ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে থাকে কর্ণের।

এদিকে জেনিফারের কানে কর্ণের সঙ্গে সুরভির সম্পর্কের কথা আসে। শুটিং শেষ হয়ে যাওয়ার পরেও শুটিং সেটে সুরভির সঙ্গে কর্ণ সময় কাটাতেন বলে জানতে পারেন তিনি। কর্ণ-সুরভিকে হাতেনাতে ধরবেন বলে একদিন সোজাসুজি শুটিং ফ্লোরে পৌঁছে যান জেনিফার। সেখানে গিয়ে দুইজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন এ অভিনেত্রী। রাগ সামলাতে না পেরে কর্ণের গালে চড় মেরে বসেন জেনিফার।

প্রথমবার ক্ষমা করে দিলেও দ্বিতীয় বার একই ভুলে কর্ণকে ক্ষমা করতে পারেননি জেনিফার। তার সঙ্গে একই ছাদের নিচে থেকেও বারবার বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে কর্ণের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন জেনি‌ফার।

২০১৪ সালে দুইবছর সংসার করার পর কর্ণ-জেনিফারের বিচ্ছেদ হয়। বলিউড পাড়ার একাংশের দাবি, বিপাশা বসুর সঙ্গে ‘অ্যালোন’ সিনেমাতে কাজ করার সময় তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কর্ণ। সেই কারণেই নাকি কর্ণকে ডিভোর্স দেন জেনিফার।

‘অ্যালোন’ নামের হরর ঘরানার হিন্দি সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পাওয়ার এক বছরের মধ্যেই বিপাশাকে বিয়ে করেন কর্ণ। বিয়ের পর আর সে রকমভাবে অভিনয় করতে দেখা যায়নি তাদের কাউকেই। এখন কন্যাসন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ তারকা জুটি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com