স্পোর্টস ডেস্ক: বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম তথা অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন আরিনা সাবালেঙ্কা। ফাইনালে রিবাকিনাকে হারিয়ে স্বপ্নপূরণ করেছেন ২৪ বছর বয়সী বেলারুশিয়ান টেনিস তারকা।
মেলবোর্নে শনিবারের ফাইনালে গত উইম্বলডন চ্যাম্পিয়ন রাশিয়ান বংশোদ্ভূত কাজাখ টেনিস তারকা ইয়েলেনা রিবাকিনাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান ২৪ বছর বয়সী সাবালেঙ্কা।
ভালো শুরুর পর হোচট। আবার ঘুরে দাঁড়ানো। এমন চড়াই-উতরাই পেরিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিজের ঘরে তুলেছেন সাবালেঙ্কা।
প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপা জিতলেন তিনি। এই বছরে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে সবগুলো জিতেছেন সাবালেঙ্কা।