স্পোর্টস ডেস্ক: স্বপ্নের বিশ্বজয়ের পর এতদিন আর্জেন্টিনাতেই কাটাচ্ছিলেন লিওনেল মেসি। তবে নতুন বছরেই ছুটি শেষে ফিরলেন পিএসজি-র ক্লাব ফুটবলে। বুধবার (৪ জানুয়ারি) অনুশীলনেও নামেন ‘এলএম১০’। ক্লাবে ফেরার পরে পিএসজি-র পক্ষ থেকে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে।
প্যারিসের ক্লাবের অনুলীলন মাঠে ফেরার পরেই মেসিকে দেওয়া হয় ‘গার্ড অব অনার’। পাশাপাশি পিএসজি-র পক্ষ থেকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এক বিশেষ স্মারকও উপহার দেওয়া হয়। সেখানে কিলিয়ান এমবাপ্পের ভাই ইথান এমবাপ্পেকেও উপস্থিত থাকতে দেখা গেছে। মেসির দীর্ঘদিনের বন্ধু নেইমারও মেসির আগমনের পর তাকে শুভেচ্ছা জানান। অবশ্য কিলিয়ান এমবাপ্পে ও মেসির কোনো ছবি বা ভিডিও এখনও ফ্রেমবন্দি হয়নি।
মেসির ফেরার মুহূর্তে প্যারিসে দেখা যায়নি এমবাপ্পেকে। এল ইকুইপ জানিয়েছে এ তথ্য। তবে কি কারণে নেই অনুপস্থিতি ফরাসি তারকা বা কোথায় আছেন, এমন কোনো তথ্য জানাতে পারেনি সংবাদ মাধ্যমটি। প্রসঙ্গত, এমবাপ্পের হ্যাটট্রিক সত্ত্বেও পেনাল্টিতে ফ্রান্সকে হারিয়েই বিশ্বজয়ী হয় আর্জেন্টিনা। তবে দেশের হয়ে বিশ্বকাপের প্রভাব কখনই ক্লাব ফুটবলে পড়বে না বলে আগেই জানিয়েছিলেন এমবাপ্পে।
শনিবার ফরাসি কাপে মাঠে নামবে পিএসজি। সম্ভবত সেই ম্যাচেই মাঠে নামতে পারেন এই মহাতারকা। তা না হলে পরের বৃহস্পতিবার অ্যাঙ্গার্সের বিরুদ্ধেও তিনি পিএসজির হয়ে মাঠে ফিরতে পারেন।