শক্তিশালী পাসওয়ার্ড তৈরির কৌশল

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য পাসওয়ার্ড ব্যবহার করা হয়। পাসওয়ার্ড যত বেশি শক্তিশালী হবে ততই নিরাপদ থাকবে আপনার অ্যাকাউন্ট। তাই পাসওয়ার্ড দেওয়ার সময় তাড়াহুড়া করা উচিত নয়। ভেবে চিন্তে পাসওয়ার্ড সেট করা উচিত। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা জরুরি। জানুন শক্তিশালী পাসওয়ার্ড তৈরির কৌশল। 

১. সব সময় পাসওয়ার্ডের ক্ষেত্রে আপার ও লোয়ারকেস লেটার ব্যবহার করবেন। যেমন-aBjsE7uG

২.পাসওয়ার্ডে তৈরির ক্ষেত্রে নম্বরও সিম্বল ব্যবহার করা উচিত ইউজারদের। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে-AbjsE7uG61!@

password৩. কমপক্ষে ৮টা ক্যারেকটার ব্যবহার করা উচিত পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে। যেমন-aBjsE7uG 

৪. সাধারণ ডিকশনারির বাক্য ব্যবহার করা উচিত নয় পাসওয়ার্ডে। যেমন- এই ধরনের সাধারণ বাক্যগুলোকে- itislocked ও thisismypassword

৫. স্মরণীর কিবোর্ড পাসওয়ার্ড ছেড়ে পাসওয়ার্ডে ইমোটিকনস ব্যবহার করা উচিত। যেমন- এগুলো “qwerty” অথবা “asdfg” ছেড়ে “:)”, “:/” এই চিহ্ণগুলো ব্যবহার করুন।

password৬. কখনোই ১২৩৪৫৬৭৮ অথবা abcdefg পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না।

৭. ভুল করেও এই ধরনের পাসওয়ার্ড দেবেন না। যেমন- DOORBELL – DOOR8377। এতে চতুর হতে গিয়ে ফতুর হতে হবে আপনাকে।

৮. কখনোই পাসওয়ার্ডের মধ্যে পরিবার বা জন্মের সাল , তারিখ উল্লেখ করবেন না। যেমন-Ramesh@1967

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com