দেশের বাজারে শক্তিশালী প্রসেসরে রিয়েলমি ১০ প্রো 5G ফোন

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

শক্তিশালী প্রসেসরে Realme 10 Pro+ 5G-র বাজিমাত, স্পেসিফিকেশনে চোখ কপালে উঠবে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বছর শেষে মিডরেঞ্জ সেগমেন্টে লঞ্চ হয়েছে Realme 10 Pro+ 5G। এই ফোনে শক্তিশালী প্রসেসরের সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো হাই রিফ্রেশ রেট AMOLED ডিসপ্লে। এছাড়াও 108 MP ক্যামেরা দিয়েছে Realme। এই ফোনে Android 13 অপারেটিং সিস্টেমের উপরে চলবে সম্প্রতি লঞ্চ হওয়া কোম্পানির নিজস্ব Realme UI 4.0 স্কিন। হালকা ও পাতলা এই ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি ও 67 W ফাস্ট চার্জিং সাপোর্ট। হার্ডওয়্যার স্পেসিফিকেশন দেখে চোখ কপালে উঠলেও দৈনন্দিন জীবনে কেমন পারফর্ম করল Realme 10 Pro+ 5G?

ডিজাইন

হালকা ও পাতলা ডিজাইনের এই ফোনের 2 দিকে রয়েছে কার্ভড ডিজাইন। ফলে এই ফোন হাতে নিয়ে আরও পাতলা মনে হবে। ফোনের পিছনে রয়েছে গ্র্যাডিয়েন্ট রিফলেকটিভ ফিনিশ। ফোনের পিছনে দুটি বড় বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকছে। সেখানে 3টি ক্যামেরা দিয়েছে Realme। ফোনের পিছনে গ্লসি ফিনিশ হওয়ার কারণে খুব বেশি আঙুলের ছাপ দেখা যাবে। একাধিক রঙে বিক্রি হচ্ছে এই মিডরেঞ্জ স্মার্টফোন।

ডিসপ্লে ও অডিও:

Realme 10 Pro+ 5G – তে ব্যবহার হয়েছে FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের দুই পাশে রয়েছে কার্ভড ফিনিশ। পাবেন 120 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লের পাশে খুব পাতলা বেজেল দিয়েছে Realme। ফলে বেড়েছে ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও। রয়েছে সাইডবার টুল। যা এই ফোনে মাল্টিটাস্কিংয়ে সাহায্য করে। যদিও ফোনের দুই পাশে কার্ভড ডিজাইন থাকার কারণে ভুল বশত স্ক্রিন টাচ এড়াতে এই ফোনে বিশেষ ফিচার ব্যবহার করেছে Realme।

Realme 10 Pro+ 5G – তে রয়েছে ডুয়াল স্টিরিয়ো স্পিকার। ফলে স্পিকারের সব আওয়াজ জোরে ও পরিষ্কার শোনা যাবে। এই ফোনে Dolby Atmos সাপোর্ট দিয়েছে Realme। যদিও ফোনের ইয়ারপিসের থেকে নীচের স্পিকারে ভলিউম বেশি। তাই সাউন্ডের ব্যালেন্স ফোনের ঠিক মাঝে পাবেন না। যদিও এই ফোনে কোনও 3.5 mm হেডফোন জ্যাক থাকছে না।
Realme 10 Pro+ 5G

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com