পেলে-ম্যারাডোনা আবেগ, বিশ্বসেরা মেসি: গার্দিওলা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : ২০০৮ সালে ক্লাব বার্সেলোনার দায়িত্ব নিয়েই লিওনেল মেসির প্রেমে পড়েন কোচ পেপ গার্দিওলা। এরপর ২০১২ সালে দায়িত্ব ছাড়লেও মনে রেখেছেন তার সেরা ছাত্রকে। এতদিনেও সেই প্রেম কমেনে এতটুকুও। উল্টো বিশ্বকাপ জয়ের পর তা বেড়েছে কয়েকগুণ।

বিশ্বকাপ জয়ের পর থেকেই বিভিন্ন জনের কাছ থেকে অভিনন্দন পাচ্ছেন মেসি। গার্দিওলা তাকে প্রশংসায় ভাসাবেন অনুমেয়ই ছিল। কেননা, গার্দিওলার কাছে বরাবরই মেসি বিশ্বসেরা।

পূর্বেও বহুবার মেসিকে বিশ্বসেরা বলেছেন ম্যানচেস্টার সিটি বস। মেসির গল্প শুনিয়ে ক্লাসে পেছনের সিটে বসে থাকা অমনোযোগী ছাত্রদের পথে আনেন তিনি। বিশ্বকাপ জেতার আগে থেকেই মেসিই তার কাছে সেরা। বিশ্বকাপ জেতায় এবার অপূর্ণতা দূর হয়েছে মেসির। তাই মেসিকে আরও একবার সেরাদের সেরা বললেন তিনি। সেই সাথে মেসির জাতীয় দলের সতীর্থ সিটি তারকা হুলিয়ান আলভারেজকেও জানিয়েছেন অভিনন্দন।

কারাবাও কাপে লিভারপুল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন গার্দিওলা। এসময় তিনি বলেন, ‘সবারই নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে মেসি সর্বকালের সেরাদের কাতারেই আছে। আর আমি তো আগেও বলেছি, মেসিই সর্বকালের সেরা। ১৫-১৬ বছর ধরে সে যেভাবে খেলেছে, তা ব্যাখ্যা করাও কঠিন। বিশ্বকাপ তার অবিশ্বাস্য ক্যারিয়ারকে আরও সুশোভিত করেছে। ’

ক্যারিয়ারে মেসি সম্ভাব্য সবকিছুই জিতেছেন। ব্যক্তিগত অর্জনেও ছাড়িয়ে গেছেন সবাইকে। এরপরও মেসিকে একবাক্য সর্বকালের সেরা বলতে নারাজ ফুটবল বিশ্লেষকদের কেউ কেউ। তবে তার কাছে বরাবরই মেসি সেরা। বলতে একটু দ্বিধা করেন না তিনি।

গার্দিওলার মতে, ডিয়েগো ম্যারাডোনা, পেলে, আলফ্রেডো ডি স্টেফানোদের খেলা দেখার আবেগের কারণেই তাঁদের সর্বকালের সেরা বলে রায় দেওয়া হয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকের অনেক মত থাকতে পারে। যারা পেলে, ম্যারাডোনা, স্টেফানোদের খেলা দেখেছেন, তাঁরা অনেক ক্ষেত্রে আবেগের কারণে তাঁদের সর্বকালের সেরা ভাবেন। মেসি যদি বিশ্বকাপ না–ও জিতত, ফুটবলকে মেসি যা দিয়েছে, সে কারণেই মেসির সম্পর্কে আমার ধারণা ভিন্ন কিছু হতো না। ’

কাতার বিশ্বকাপের উদীয়মান ফুটবলারদের একজন আলভারেজ। সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই গোলসহ বিশ্বকাপে করেছেন চার গোল। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রেখেছেন বড় ভূমিকা। আলভারেজের প্রতিভায় আগেই মুগ্ধতা প্রকাশ করেছেন গার্দিওলা।

চলতি মৌসুমে দলেও ভিড়িয়েছেন। তরুণ এই ফুটবলার বিশ্বকাপ জেতায় খুশি তাঁর কোচ গার্দিওলা, ‘আমি খুবই খুশি আলভারেজের জন্য। আমাদের দলে একজন বিশ্ব চ্যাম্পিয়ন আছে। বিশ্বকাপ জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাকে এবং ওতামেন্দি, মেসিসহ পুরো আর্জেন্টিনাকে অভিনন্দন। ’ 

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com