ঢাকা উত্তর সিটি করপোরেশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে ২০০ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কেউ আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে : সহকারী প্রকৌশলী (পুর) পদে ৭জন, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা পদে ৪ জন, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৬ জন, সহকারী প্রকৌশলী ( যান্ত্রিক) পদে ১ জন, উপকর কর্মকর্তা পদে ৯জন, উপসহকারী প্রকৌশলী (পুর) পদে ২৪ জন, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৪, রেভিনিউ সুপারভাইজার পদে ৫০, লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার পদে ১৩ জন, পরিচ্ছন্নতা পরিদর্শক পদে ১৪ জন, ওয়ার্ড সচিব পদে ১৭ এবং ভিডিও ক্যামেরাম্যান পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।
এছাড়াও ফটোগ্রাফার পদে ১ জন, মশক নিয়ন্ত্রণ পরিদর্শক পদে ৪ জন, ভিডিও অ্যাসিস্ট্যান্ট পদে ১, রেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে ৭ জন, ইলেকট্রিশিয়ান পদে ৬ জন, বাতি পরিদর্শক পদে ৫ জন, লাইনম্যান পদে ৪ জন, মিটার রিডার পদে ৫ জন এবং কার্যসহকারী পদে ১৭ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা : প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের নিয়ম : আগ্রহীরা এই http://dncc.teletalk.com.bd/ ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র ১৪ এপ্রিলের (১ বৈশাখ) মধ্য জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।