স্পোর্টস ডেস্ক : ২০২২ বিশ্বকাপের আগে ফিফা নাকি খেলার সময়সীমায় পরিবর্তনের কথা ভাবছে। সংবাদমাধ্যমে কদিন আগেই এসেছিল খবরটি। বল বেশি সময় মাঠে রাখতে খেলার সময় বাড়াতে চায় ফিফা।
কিন্তু কাতার বিশ্বকাপের আগে এমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ফিফা।
ইতালিয়ান সংবাদমাধ্যম এর আগে জানিয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো খেলার নির্ধারিত সময় ৯০ মিনিট থেকে অন্তত ১০০ মিনিট ধার্য করার কথা ভাবছেন। বল বেশি সময় মাঠে রাখতেই এই পরিকল্পনা।
সিআইইএস ফুটবল অবজারভেটরির গবেষণায় জানা গেছে, চ্যাম্পিয়নস লিগে নির্ধারিত সময়ের গড়ে ৬০.২ শতাংশ সময় বল মাঠে থাকে। কোনো কোনো ম্যাচে তা কমে আসে নির্ধারিত সময়ের অর্ধেকেও।
‘কোরিয়েরে দেল্লো স্পোর্ত’ জানিয়েছে, নতুন এই পরিকল্পনায় ম্যাচে যোগ করা সময় বাড়াতে রেফারিদের ক্ষমতাও বাড়ানো হবে। এখন চোট, ভিএআর এবং অন্যান্য কিছু বিষয়ের মধ্যে তা সীমাবদ্ধ।
ফিফার বিবৃতিতে বলা হয়, ‘সংবাদমাধ্যমে প্রতিবেদন ও গুঞ্জন তৈরি হওয়ার পর ফিফা জানাতে চায়, ২০২২ বিশ্বকাপে ম্যাচের নির্ধারিত সময় নিয়ে কোনো নিয়ম পাল্টানো হবে না।’
সংবাদমাধ্যমে এর আগে জানানো হয়, বিশ্বকাপের আগে সময় বাড়িয়ে কিছু ম্যাচ আয়োজন করতে চায় ফিফা। কিন্তু সেজন্য সবার আগে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) ছাড়পত্র লাগবে। এই সংস্থা খেলার আইন প্রণয়ন করে।