স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুর বার্সেলোনার সঙ্গে বর্তমান বার্সেলোনার মিল নেই সেটার প্রমাণ হরহামেশাই দিচ্ছেন পেদ্রি গনজালেসরা। শেষ ১৩ ম্যাচে হার নেই; কি রিয়াল মাদ্রিদ, কি অ্যাটলেটিকো, প্রতিপক্ষের জালে বার্সা চার গোল জড়াচ্ছিল অবলীলায়। তবু আক্ষেপ ছিল, বার্সা এত কিছুর পরেও যে লিগ তালিকার শীর্ষ দুইয়ে আসতে পারছিল না! অবশেষে সেভিয়াকে হারিয়ে সে আক্ষেপ মিটেছে দলটির। পেদ্রির একমাত্র গোলে ১-০ গোলে জিতে কাতালনরা চলে এসেছে লা লিগার শীর্ষ দুইয়ে।
বার্সেলোনা শেষ কিছু দিন ধরেই খেলছে মোহ জাগানিয়া ফুটবল। ফলও আসছে পক্ষে। যার ফলে চলতি মৌসুমের শুরুতে লিওনেল মেসির চলে যাওয়ার পর ন্যু ক্যাম্প থেকে মুখ ফিরিয়ে নেওয়া দর্শকরাও ফিরতে শুরু করেছেন ক্লাবের মাঠে। কাল রাতের ম্যাচে যেমন এলেন ৯৯ হাজার দর্শক।
এতে পারফরম্যান্সের অবদান যেমন আছে, ছিল দলটির শীর্ষ দুইয়ে ফেরার হাতছানিও। ন্যু ক্যাম্পে শুরুর আগে থেকেই ছিল উৎসব। সেটাই আরও বহুগুণে বাড়িয়ে পেদ্রি দলটিকে এনে দেন দারুণ গুরুত্বপূর্ণ এক জয়।
শুরু থেকেই বার্সা ছিল ছন্দে। আক্রমণও হচ্ছিল বেশ৷ তবে বার্সার পথ আগলে দাঁড়ান সেভিয়া গোলরক্ষক ইয়াশিন বনো। প্রথমার্ধে তাতে গোল পায়নি বার্সা।
বিরতির পরও খেলা চলছিল একই রূপে, আক্রমণের পর পর আক্রমণ ছলছিল তবু মিলছিল না গোলের দেখা৷ ম্যাচের ৭২ মিনিটে পেদ্রির কল্যাণে মেটে সে আক্ষেপটাও।
সেই এক গোলের ব্যবধানে জিতে বার্সা চলে এসেছে লিগের দুইয়ে৷ রিয়াল থেকে জাভি হার্নান্দেজের শিষ্যরা পিছিয়ে আছে এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্টে।