ঢাকা : দেশের স্মার্টফোন ব্র্যান্ড টেকনো তাদের স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন স্পার্ক ৮-সি বাজারে নিয়ে এসেছে। সাশ্রয়ী মূল্যের নতুন এই ফোনে রয়েছে ৯০ হার্জ ডিসপ্লে এবং ৭ জিবি র্যাম। ফোনটি ম্যাগনেট ব্ল্যাক এবং টারকুইশ সায়ান- এই দুটি কালারে পাওয়া যাবে। মূল্য ১১ হাজার ৯৯০ টাকা।
নতুন স্পার্ক ৮-সি এর দুটি ভ্যারিয়েন্ট বাজারে এসেছে। ৬ জিবি ও ৬৪ জিবি এবং ৭ জিবি ও ১২৮ জিবি। তবে ফোনে মূলত ৩ জিবি ও ৪ জিবি র্যাম থাকবে এবং টেকনো মেমরি ফিউশন প্রযুক্তির সাহায্যে অতিরিক্ত ৩ জিবি যোগ হবে। অর্থাৎ, ব্যবহারকারীরা ইন্টার্নাল স্টোরেজ থেকে অতিরিক্ত ৩ জিবি ভার্চুয়াল র্যামের সুবিধা পাবেন। এছাড়া, টেকনো স্পার্ক ৮-সিতে আছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৮০ নিটস পিক ব্রাইটনেস প্রদান করবে।
স্পার্ক ৮-সিতে আছে ১৩ মেগাপিক্সেল সেন্সর ও এআই সেন্সরযুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল সেন্সরযুক্ত সেলফি ক্যামেরা। আরও আছে এআই বিউটি ৩.০, পোর্ট্রেট মোড, ওয়াইড সেলফি, ১০৮০ পিক্সেল রেসল্যুশনে ভিডিও ধারণ ক্ষমতাসহ আরও অনেক ফিচার। এছাড়া ফোনে ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি তো আছেই।