বিনোদন ডেস্ক : তিন নায়কের সাথে মায়ায় জড়ালেন চিত্রনায়িকা শবনম বুবলি। এবারই প্রথম রোশান, সাইমন এবং মিলনের সাথে একই সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘মায়া-দ্যা লাভ’। আলিনুর আশিক ভুঁইয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন জসিম উদ্দিন জাকির। সম্প্রতি গাজীপুরের পূবাইলে শেষ হলো সিনেমাটির প্রথম লটের দৃশ্য ধারণের কাজ।
রাত তখন আটটা। গাছের নিচে বসে কী যেনো বলছেন সাইমন সাদিক, কাঁদতেও দেখা গেলো তাকে। কিছু সময় পর সেখানে ছুটে এলেন বুবলি, একেবারেই বিয়ের সাজে। দেখে না বোঝার উপায় নেই বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন তিনি। এদিকে হবু বউকে ফিরিয়ে নিতে ততক্ষণে আনিসুর রহমান মিলনও হাজির।
সম্প্রতি এমন দৃশ্যপটেই গাজীপুরে হয় ‘মায়া-দ্যা লাভ’ সিনেমার শুটিং। নির্মাতার দাবি বাংলাদেশে মাল্টিকাস্টিং সিনেমার দর্শক থাকায় এমন গল্প নির্বাচন করেছেন প্রযোজক। রোশানের সাথে একাধিক সিনেমায় অভিনয় করলেও সাইমন সাদিক এবং আনিসুর রহমান মিলনের সাথে প্রথমবার দেখা যাবে বুবলিকে।
নানা কারণে মাল্টিকাস্টিং সিনেমা কম হলেও দর্শক চাহিদার কথা মাথায় রেখে এ ধরনের সিনেমা করার কথা বলেন অভিনেতা সাইমন ও মিলন।