স্পোর্টস ডেস্ক : অশেষে বিদায় তারকার দল পিএসজি! ৬১ থেকে ৭৮ – এই ১৮ মিনিটে বেনজেমার অবিশ্বাস্য হ্যাটট্রিকে দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারিয়ে দিয়েছে পিএসজিকে।
দুই লেগ জুড়ে এমবাপ্পে ঝলক দেখিয়েছেন। ১৮০ মিনিট জুড়ে মেসি-নেইমারের জাদুর অপেক্ষায় থেকেছেন পিএসজি-ভক্তরা। অপেক্ষা ফুরায়নি। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আর ফুরোবে না।
করিম বেনজেমার ১৮ মিনিটের ঝলকে শেষ ষোলোতেই যে বিদায় হয়ে গেল মেসি-এমবাপ্পেদের।
প্যারিসে প্রথম লেগে শেষ মুহূর্তে এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল পিএসজি, সান্তিয়াগো বার্নাব্যুতে আজ ৩৯ মিনিটে আবার এমবাপ্পে ঝলক। দারুণ পাল্টা আক্রমণে পিএসজিকে আবারও গোল এনে দিলেন ফরাসি সেনসেশন। পিএসজি ২-০ রিয়াল, ফরাসিদের শেষ আটে যাওয়াই তখন ভবিতব্য বলে মনে হচ্ছিল।
কিন্তু চ্যাম্পিয়নস লিগের যে এমন ম্যাড়মেড়ে গল্প পছন্দ হলো না। করিম বেনজেমারও বুঝি পছন্দ হলো না নিজেরই ফ্রান্স-সতীর্থকে প্রতিপক্ষের জার্সিতে এমন আলো ছড়াতে দেখে। এমবাপ্পে আগামী মৌসুমে রিয়ালেই যাবেন ধরে নিয়ে ম্যাচের শুরুতে তাঁকে করতালিতে অভিনন্দন জানানো বার্নাব্যুর সমর্থকদেরও বুঝি তখন এমবাপ্পেকে একটু পর পর লাগছিল। আপন হলেও সে তো হবেন জুলাইয়ে বা তার পর!
দ্বিতীয়ার্ধে এমবাপ্পের একটা গোল বাতিল হলো ৫৪ মিনিটে, এরপরই বুঝি মাদ্রিদের মনে পড়ল, এটা চ্যাম্পিয়নস লিগ। এখানে রিয়াল মাদ্রিদ অনন্য! রিয়ালের মাঠে এসে কেউ খবরদারি করবে, সেটা তাদের সহ্য হবে কেন!
চিত্রপটে বেনজেমার আগমন! ৬১ মিনিটে প্রথম গোল, ৭৬ আর ৭৮ মিনিটে পরের দুটি।