স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্স উপহার দিল লিওনেল মেসির আর্জেন্টিনা। আলবিসেলেস্তরা ৩-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে।
জুলাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতার পর এই প্রথম ম্যাচ খেললো দক্ষিণ আমেরিকার এ ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা।
ম্যাচের আধা ঘণ্টাতেই ১০ জনের দলে পরিণত হওয়া ভেনেজুয়েলাকে সহজে হারিয়ে বিশ্বকাপ বাছই টেবিলে তিন পয়েন্ট যোগ করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের এবারের মিশনটা সহজ জয়েই শুরু করলো আর্জেন্টিনা।
ভেনেজুয়েলার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। যার সুবাদে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়েও বেশ খানিকটা এগিয়ে গেলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আকাশী নীল-সাদা শিবির জিতল টানা ৭ ম্যাচ। আর অপরাজিত রইল টানা ২১ ম্যাচ।