ঢাকা : গায়ে চড়ে আরামসে রক্ত খেয়ে চলেছে, কিন্তু থাপ্পড় বসাতে পারছেন না। মারতে গেলেই ভাবছেন, আহা! এত সুন্দর মশা। মেরেই ফেলবো? আরও কিছুক্ষণ না হয় থাকুক পাশে।
মশার কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। তাই এ কীটের সামনে পেছনে ‘সুন্দর’ বিশেষণটা ঠিক মানায় না। ধারণাটা ভুল প্রমাণ করলো সাবেথিস সায়ানিউস। ৩৩০০ প্রজাতির মশার মধ্যে এটিও একটি। দেখে যে কেউ ভাবতে বাধ্য হবে, এটাই বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মশা।
সাউথ আমেরিকার ক্রান্তীয় বনাঞ্চলে দেখা মেলে এ মশার। নজরকাড়া এ মশার গায়ের রঙ নীলচে। পায়ের দিকে আছে মিহি পালক। এর বসার ভঙ্গিটাও বেশ রাজকীয়।
তবে দেখতে যেমনই হোক, দিনশেষে সাবেথিস কিন্তু মশা-ই। ইয়েলো ফিভার ও ডেঙ্গু ছড়াতে পারে এটি।