বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব বিয়ে করছেন। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন এই তারকা। তার হবু স্ত্রীর নাম শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী।
অপূর্বর বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তার প্রাক্তন স্ত্রী নাজিয়া হাসান অদিতি। তিনি ফেসবুকে লেখেন, ‘চার বছরের প্রেম সফল হলো, মাশাআল্লাহ্! নব বিবাহিতদের জন্য শুভ কামনা।’
মুহূর্তেই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। কারণ নেটিজেনরা বুঝে নেন, অপূর্বকে ইঙ্গিত করেই কথাটি বলেছেন তিনি। আর এ-ও পরিষ্কার হয়ে যায় যে, পরকীয়া করেই তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন এ অভিনেতা।
এদিকে নাজিয়া হাসান অদিতিও জানালেন, তিনি বিয়ে করেছেন। গত জানুয়ারি মাসেই পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অদিতি বলেন, ‘অপূর্বর সাথে আনুষ্ঠানিক বিচ্ছেদের এক বছরেরও বেশি সময় পর বিয়ে করেছি আমি। সেটা পারিবারিকভাবেই।’
অদিতি আরও বলেন, ‘অপূর্বর সাথে আমার ৬ মাস সেপারেশন থাকার পর ডিভোর্স পেপারে সাইন করি। সেটা ২০১৯ সালের আগস্ট মাসে। আর আমরা ডিভোর্সের নিউজ প্রকাশ করি ২০২০ সালের মে মাসে। আমার দ্বিতীয় বিয়ের কাবিন হয় ২০২১ সালের জানুয়ারিতে।’
জানা গেছে, অদিতির বর্তমান স্বামীর নাম মাহবুব পারভেজ। তিনি কর্পোরেট অঙ্গনে চাকরি করেন। অদিতি জানান, বিচ্ছেদের প্রায় এক বছর পর পারভেজের সঙ্গে তার পরিচয় হয়। তার পরিবারও পারভেজকে ভীষণ পছন্দ করেন। সেই সুবাদেই বিয়ে করেন তারা।
উল্লেখ্য, ২০১০ সালে অভিনেত্রীকে প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। তবে এক বছরের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়। এরপর ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এই অভিনেতা। দীর্ঘ ৯ বছর সংসার করার পর ২০২০ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। আয়াশ নামের এক পুত্র সন্তান রয়েছে প্রাক্তন এই দম্পতির।