যমুনা গ্রুপের অধীন, যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমাবাইল লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ডিভিশনাল/ এরিয়া সেলস ম্যানেজার, প্লাজা অ্যান্ড ডিলার নেটওয়ার্ক। পদের সংখ্যা : ১৫টি। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ডিলার ডেভেলপমেন্ট, ডেলার ম্যানেজমেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। বিশেষ করে ইলেক্ট্রনিক্স ইকুইপমেন্ট, হোম অ্যাপ্লায়েন্স ও গ্রুপ অব কোম্পানিজের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা ৩০ বছরের বেশি। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। চাপ সামলে কাজ করার আগ্রহ থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি, ২০২২
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে টিএ, মোবাইল বিল, ট্যুর অ্যালাউরন্স, পারফরমেন্স বোনাস, বার্ষিক স্যালারি রিভিউ, বছরে দুইবার উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।