ঢাকা : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিডিআরসিএস-এসআরসি পার্টনারশিপ প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ইউনিট ডেভেলপমেন্ট অফিসার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : প্রার্থীকে সোশ্যাল সায়েন্স, ইংরেজি, পরিসংখ্যান বা ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে।
মানসিক ও শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে। গবেষণা ও রিপোর্ট রাইটিংয়ে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। বিশেষ করে উইন্ডোজ, স্প্রেডশিট ও ওয়ার্ড প্রসেসিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।
দলবদ্ধ হয়ে কাজ করায় আগ্রহ, যোগাযোগ রক্ষা, বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে প্রার্থীদের মধ্যে।
এছাড়াও যেকোনো উন্নয়ন সংস্থা, রেড ক্রস, রেড ক্রিসেন্ট বা অন্য যেকোনো মানবিক সংস্থায় নূন্যতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পরিকল্পনা, সুপারভাইজিং করার দক্ষতা থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ২৫ জানুয়ারি, ২০২২
বেতন ও সুযোগ সুবিধা : ৫৫০০০ টাকা মাসিক। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।