তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৪৯৭ জনকে অফিস সহায়ক হিসেবে নিয়োগ দেয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি ১৪ আগস্ট প্রকাশিত হয়েছে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ আগস্ট থেকে।
পদের বিবরণ:
পদ: অফিস সহায়ক
পদের সংখ্যা: ৪৯৭টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
বয়সসীমা: ১৮–৩২ বছর
শর্তাবলি: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীরা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিসহ আবেদন করবেন। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। চাকরির আবেদন ফরমে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে উল্লেখ করতে হবে।
নিয়োগ প্রক্রিয়ায় সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে এবং পরবর্তী সংশোধন থাকলে তা প্রযোজ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর, ২০২৫।