জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেনকে উড়িয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ৪ ম্যাচের সবগুলোতেই জয় পেল আর্নে স্লটের শিষ্যরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) সবগুলো গোলই দ্বিতীয়ার্ধে করে লিভারপুল। ৬১ মিনিটে অচলাবস্থা ভাঙেন লুইস দিয়াজ। কার্টিস জোনসের নিখুঁত পাসে লেভারকুসেনের রক্ষণভাগের মাঝখান দিয়ে বল জালে জমা করেন কলম্বিয়ার তারকা।
অ্যানফিল্ডে দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে লিভারপুল। ৪ ম্যাচে অলরেডদের পয়েন্ট ১২। দ্বিতীয় স্থানে আছে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন।