ঈদুল ফেতরের আগের শেষ কর্মদিবস শেয়ারবাজারে উত্থান-পতনের খেলা দেখা যায়। আজ মঙ্গলবার (০৯ এপ্রিল) দিনের শুরুতে সূচকের উত্থান হয় ১৬ পয়েন্টের বেশি। এরপর সূচক নেমে যায় ১৮ পয়েন্টের বেশি। তারপর দিনভর একবার শুরুর ১৬ পয়েন্টের কাছাকাছি যায়, আবার নামার ১৮ পয়েন্টের কাছাকাছি দৌঁড়ায়। শেষ বেলায় কোন রকমে সামান্য উত্থান দেখিয়ে ৫ দিনের ঈদের ও বৈশাখী ছুটিতে যায় দেশের উভয় শেয়ারবাজার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আগের দিনের ধারাবাহিকতায় আজও সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে উভয় বাজারে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর ৩৬ মিনিটের মাথায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১৬ পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয়। এরপর সূচক টানা নামতে থাকে। ১০টা ৩৭ মিনিটে ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট নেমে যায়। এরপর সূচক আবারও ঊর্ধ্বমুখী হয়।
বেলা সাড়ে ১১টার কিছু আগে থেকে সূচক শুরুর দিকে এগুতে থাকে। কিন্তু বেশি দূর যেতে পারেনি। আবারও হোঁছট খায়। তারপর ১১ টাকা ৫৩ মিনিটের পর সূচক আগের দিনের বেশিতে লেনদেন হয়। কয়েক বার সূচক শুরুর ১৬ পয়েন্টের বাড়ার কাছাকাছি যায়। কিন্তু লেনদেনের শেষ আধা ঘন্টায় সেল প্রেসারে সূচক সেখানে টিকতে পারেনি। তবে বড় মূলধনী কয়েকটি কোম্পানির ওপর ভর করে সূচক কোন রকমে ইতিবাচক থাকে।
মঙ্গলবারের বাজার পর্যালোচনা
আজ মঙ্গলবার (০৯ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৬৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩২ পয়েন্টে।
আজ ডিএসইতে ৪৪৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৩২ লাখ টাকার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২৮ কোটি ৫২ লাখ টাকা।
আজ ডিএসইতে ৩৯৬টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ১৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১১২টির, কমেছিল ২৭টির এবং অপরিবর্তিত ছিল ১৫টি প্রতিষ্ঠানের।