স্পোর্টস ডেস্ক : রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো স্ট্যামফোর্ড ব্রিজ। রোববার (১২ নভেম্বর) ঘরের মাঠে চেলসি ও ম্যানচেস্টার সিটির ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে।
গোলবন্যার এক ম্যাচ দেখল ফুটবল প্রেমীরা। চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে দুই দলই করে দুইটি করে গোল। ম্যাচের ২৫ মিনিটে সফরকারীদের এগিয়ে দেন হলান্ড। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিটিজেনরা। ম্যাচের ২৯তম মিনিটে কর্নার থেকে চেলসিকে সমতায় ফেরান ডিফেন্ডার থিয়াগো সিলভা।
ম্যাচের ৩৭ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। কাউন্টার অ্যাটাক থেকে গোল করে চেলসি। ডি বক্সের বাইরে থেকে স্টার্লিং’কে পাস দেন রিস জেমস। বল পেয়ে গোল করতে ভুল করেননি চেলসির এই ইংলিশ তারকা। তবে বিরতির ঠিক আগে সমতায় ফেরে ম্যান সিটি। ডি বক্সের বাইরে থেকে ক্রস করে বের্নার্ডো সিলভা। তা হেডে জালে জড়ান আকাঞ্জি।
দ্বিতীয়ার্ধ শুরুর দ্বিতীয় মিনিটে অর্থাৎ ৪৭ মিনিটে সিটিকে আবারও এগিয়ে দেন সেই হলান্ড। তবে ম্যাচের ৬৭ মিনিটে আবারও সমতায় ফেরে চেলসি। ডি বক্সের বাইরে থেকে গ্যালাগারের জোড়াল শট ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক এডারসন, কিন্তু বল হাতে রাখতে পারেননি। ফিরতে বল পেয়ে তা জালে জড়ান গত সপ্তাহে টটেনহ্যমের বিপক্ষে হ্যাটট্রিক করা জ্যাকসন।
সিটিজেনরা ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে যায় ম্যাচের ৮৬ মিনিটে। রদ্রির বক্সের বাইরে থেকে নেয়া শট ঠেকাতে পা বাড়িয়ে দেন সিলভা, বল তার পায়ে লেগে দিক পাল্টে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষকের।
গোল উৎসবের শুরুটা যেভাবে হয়েছিল, শেষটাও হয় সেই স্পট কিকে। ম্যাচের বাড়ানো সময় বোরজাকে ডি বক্সে ফাউল করেন সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে ম্যাচের অষ্টম ও শেষ গোলটি করেন পালমার।
১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটিজেনরা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশে চেলসি। দিনের আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল।