স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে এ ম্যাচে টাইগারদের সামনে জয়ের বিকল্প নেই। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
এদিকে এ ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান বলেছেন, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে চাপে থাকবে বাংলাদেশ। তবে একটা জয়ই বদলে দিতে পারে গোটা প্রেক্ষাপট।
ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে শুক্রবার (২৭ অক্টোবর) বিমানবন্দরে বিসিবির এ পরিচালক বলেন, চাপে অবশ্যই বাংলাদেশ থাকবে। নেদারল্যান্ডসের আসলে হারানোর কিছু নেই। বাংলাদেশ যদি হারে থাকলে এটা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে। চাপে থাকবে কিন্তু বাংলাদেশ এর চেয়ে বেশি চাপ নিয়ে খেলে ভালো পারফরম্যান্স করেছে। তাই প্রত্যেককে দায়িত্ব নিতে হবে।’
আকরামের ভাষ্য, শুধু সিনিয়র প্লেয়ারদের ওপর দায়িত্ব দিয়ে দিলে হবে না। সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে খেলেছি, এভাবে খেললে ম্যাচ জিততে পারবেন না। ম্যাচ খেলার শারীরিক ভাষা কিন্তু অন্য ধরনের। শুরু থেকেই আপনাকে ইতিবাচক থাকতে হবে এবং ভালো পারফরম্যান্স করতে হবে।
জাতীয় দলের সাবেক এ অধিনায়কের মন্তব্য, খেলা এবং খেলার বাইরের কারণে সবাই চাপে আছে। একটা কথা আমি সব সময় বলে আসছি, সবাইকে সবার সম্মানটা দিতে হবে। সিনিয়র, জুনিয়র সবাইকে মূল্যায়নটা দিতে হবে। নয়তো আপনি তাদের থেকে ভালো পারফরম্যান্স পাবেন না। আমার কাছে মনে হয়েছে এ জিনিসটার ঘাটতি আছে।