বিনোদন ডেস্ক : ঢালিউডে ফের বেজে উঠেছে বাকযুদ্ধ। এ যুদ্ধে দুই প্রতিপক্ষ অপু বিশ্বাস ও শবনম বুবলী। এবার অবশ্য শুরুটা হয়েছে অপুর মাধ্যমে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন বুবলীকে ঘৃণা করেন তিনি। বিষয়টি হজম করতে পারেননি বুবলী। অপুর প্রতি ক্ষোভ প্রকাশ করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বুধবার (২৫ অক্টোবর) বুবলী নিজের ফেসবুকে লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’
অবশ্য কার উদ্দেশে কবি সত্যেন্দ্রনাথ দত্তের জনপ্রিয় কবিতা উত্তম ও অধমের দুটি লাইন ব্যবহার করলেন, তা পরিষ্কার করে বলেননি বুবলী। তবে নেটিজেনরা ধরে নিয়েছেন অপুকেই কুকুর বলেছেন বুবলী।
মন্তব্যের ঘরে একজন লিখেছেন, সঠিক জবাব দিয়েছ আপু। অন্য একজন লিখেছেন, ‘অপু বুবলীর জ্বালায় দেশটা শেষ।’ অন্য এক নেটাগরিক আবার প্রশ্ন রেখেছেন, ‘এটা কি অপু বিশ্বাস কে বললেন?’ উত্তরে বুবলী কোনোও মন্তব্যই করেননি।
এর আগে অপু বিশ্বাস বলেন, ওনাকে (বুবলী) আমি ঘৃণা করি।এমনকি ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। তাকে আমি ঘৃণা করি।
তবে বুবলীকে ঘৃণা করলেও তার ছেলে বীরকে ভীষণ ভালোবাসেন বলে জানান অপু। এ প্রসঙ্গে নায়িকা বলেন, জয় আমার সন্তান, বীরও অবশ্যই আমার সন্তান। আমি ওকে অনেক পছন্দ করি। ওকে আমি মন থেকে দোয়া করি। আমি বীরকে দেখেছি। খুব কিউট, মাশআল্লাহ।
প্রসঙ্গত, ২০১৭ সালে ১০ এপ্রিল শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে। দীর্ঘদিন আড়ালে থাকার পর এ দিন জয়কে সামনে আনেন অপু। একটি টেলিভিশন চ্যানেলে ছেলেকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। ২০০৮ সালে বিয়ে করেছিলেন শাকিব-অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর অপুর কোল জুড়ে আসে জয়।
অন্যদিকে ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ জন্ম নেয় বুবলীর প্রথম এবং শাকিবের দ্বিতীয় সন্তান শেহজাদ। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন বুবলী।