বুবলীকে আমি ঘৃণা করি, স্পষ্ট জানালেন অপু বিশ্বাস

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রাক্তন দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যকার ঠান্ডা লড়াইয়ের কথা কারও অজানা নয়। এক সময়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই একে অন্যকে উদ্দেশ্য করে বিস্ফোরক পোস্ট দিতেন। ক্ষোভ উগরে দিতেন বিভিন্ন সাক্ষাৎকারে গিয়ে।

যদিও গত দুই বছরে সেই চিত্র কিছুটা হলেও পাল্টেছে। এখন আর একে অন্যকে উদ্দেশ্য করে কোনো বিরূপ মন্তব্য করতে দেখা যায় না অপু বিশ্বাস কিংবা বুবলীকে। কিন্তু স্বামী ভাগিয়ে নেওয়ার জন্য বুবলীর প্রতি যে এখনো মনে বিষ রয়ে গেছে অপু বিশ্বাসের, তা আরও একবার স্পষ্ট হলো এই নায়িকার এক মন্তব্যে।

সম্প্রতি নাগরিক টেলিভিশনের এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন শাকিব খানের রেকর্ড ৭২টি সিনেমার নায়িকা এবং প্রথম স্ত্রী (প্রাক্তন) অপু বিশ্বাস। সাক্ষাৎকারে এক প্রশ্নে অপু জানান, যাকে তার পছন্দ না, তার ছায়াও তিনি মাড়ান না। সব সময় তার থেকে দূরত্ব বজায় রেখে চলেন। সে যে-ই হোক।

এই কথার সূত্র ধরেই উপস্থাপক অপুকে পরবর্তী প্রশ্ন করেন যে, তুমি যেমন জয়ের মা, তেমন বীরের মা আরেকজন আছে, আমি বুবলীর কথা বলছি। তুমি কি তাকেও এড়িয়ে চলো? সে যখন তোমার কাউন্টার কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তুমি কি তার কাউন্টার দিতে পছন্দ করো?

এই প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘আসলে ওনাকে (বুবলী) আমি ঘৃণা করি। এই এক বাক্যে একটি কথা, দ্যাটস ইট। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে।’

অভিনেত্রী এও বলেন, ‘আমি জানি এই ওয়ার্ডটা (ঘৃণা) প্রচুর ভাইরাল হবে। তাতে আমার কিছুই যায়-আসে না। আমার আসলে তাকে নিয়ে মন্তব্য, জ্ঞান্তব্য করার সময়ই নেই। এক বাক্যে শুধু একটা কথাই বলতে চাই, আমি তাকে ঘৃণা করি। ইংলিশে ‘হেইট’ বললে হয়তো ওটা স্মার্ট হয়, বাংলায় ঘৃণা করি।’

অপু বিশ্বাসের বরাবরই অভিযোগ, শাকিব খান বিবাহিত, তার একটি পুত্রসন্তান আছে জেনেও তাকে প্রেমের জালে ফাঁসিয়েছিলেন এক সময়কার সংবাদ পাঠিকা বুবলী। অপু বিশ্বাসের ভক্তরাও তেমনটাই মনে করেন। যদিও বুবলীর দাবি, শাকিব খানের বিয়ে এবং সন্তান সম্পর্কে তিনি কিছুই জানতেন না।

বুবলীকে শাকিব বিয়ে করেন ২০১৮ সালের ২০ জুলাই। ২০২০ সালে জন্ম হয় এই নায়িকার পুত্রসন্তান শেহজাদ খান বীরের। দেশ ছেড়ে লাপাত্তা হয়ে সুদূর আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দিয়েছিলেন বুবলী। শাকিবের সঙ্গে তার বিয়ের খবরও ছিল গোপন। সবকিছু বুবলী প্রকাশ করেন গত বছরের ৩০ সেপ্টেম্বর।

সেই খবরে শাকিব খান সিলমোহর দিলেও কয়েকদিন পরই বিভিন্ন সাক্ষাৎকারে দেশসেরা এই নায়ক জানান, বুবলীর সঙ্গে তার স্বামী-স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে গেছে। তিনি অতীত হয়ে গেছেন। যদিও সে সময় অপু বিশ্বাস ছিলেন একেবারেই চুপ। শাকিব-বুবলীর বিয়ে এবং সন্তান জন্মদান নিয়ে তেমন কিছুই বলেননি তিনি।

কিন্তু তীব্র ক্ষোভ যে মনে পুষে রেখেছেন, তা বুঝিয়ে দিলেন একটি বাক্যেই। কোনো ভনিতা না করেই স্পষ্ট করে নায়িকা জানিয়ে দিলেন, বুবলীকে তিনি ঘৃণা করেন। অপুর এই সাক্ষাৎকারটি রীতিমতো সামাজিক মাধ্যমে ভাইরাল। যদিও অপু মন্তব্য নিয়ে বুবলী এখনো কোনো মন্তব্য করেননি।

বুবলীর আগে দীর্ঘ ৯ বছর শাকিব খানের সঙ্গে সংসার করেছেন অপু বিশ্বাস। ২০০৮ সালে তাদের বিয়ে হয়েছিল গোপনে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় ছেলে আব্রাম খান জয়ের জন্মও দেন গোপনে। এসব খবর প্রকাশ করেন ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে গিয়ে।

কিন্তু ওই ঘটনা কাল হয় অপু বিশ্বাসের জন্য। বিয়ে ও সন্তানের কথা প্রকাশের ৬ মাসের মাথায় তাকে তালাকের নোটিশ পাঠান শাকিব। পরবর্তী ৯০ দিনে এ ব্যাপারে কোনো মীমাংসা না হওয়ায় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাদের তালাক কার্যকর হয়ে যায়। আলাদা হয় শাকিব-অপুর পথ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com