বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে শাশুড়ি জয়া বচ্চনের মনোমালিন্যের গুঞ্জন নতুন নয়। অনেক আগে থেকেই বিষয়টি নিয়ে কানাঘুষা চলে বি-টাউনে। তবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে পুত্রবধূ-শাশুড়িকে হাসিমুখেই দেখা যায়। তাই বনিবনা না হওয়ার কথা উঠলেও সেভাবে মাথাচাড়া দিতে পারেননি।
তবে অভিষেক পত্নী ঐশ্বরিয়া এবার যা করলেন তাতে শাশুড়ি-বউয়ের যুদ্ধের ব্যাপারে অনেকেই নিশ্চিত। অমিতাভের ছবিতে থেকে শাশুড়ি জয়া বচ্চনকে বাদ দিয়েছেন সাবেক বিশ্ব সুন্দরী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
অমিতাভ বচ্চনের ৮১তম জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানাতে যে ছবি ঐশ্বরিয়া পোস্ট করেছেন, সেখান থেকে পরিবারের কয়েক সদস্যকে ছেঁটে বাদ দিয়েছেন তিনি। এদিকে অমিতাভকে শুভেচ্ছা জানিয়ে ওই একই ছবি পোস্ট করে শ্বেতার মেয়ে নব্যা নবেলি। সেখানে আরাধ্য, আগস্ত্যর সঙ্গে অমিতাভ-জয়াকেও দেখা গিয়েছিল।
একই ছবি পোস্ট করে বিগ বিকে শুভেচ্ছা জানান ঐশ্বরিয়া। তবে সেখান থেকে বাদ যায় জয়া এবং শ্বেতার দুই সন্তানের ছবি। তা দেখেই নেটপাড়ার খটকা লাগে যে তাহলে সম্ভবত শাশুড়ি ও ননদের সঙ্গে ঐশ্বর্যর অশান্তি তুঙ্গে পৌঁছে গেছে।