বিনোদন ডেস্ক : সিনেমায় অভিনয় ছাড়াও বলিউডের এমন অনেক তারকা আছেন যারা জন্মদিনের পার্টি বা ব্যক্তিগত অনুষ্ঠানে নাচ করেন। তারা কোনো পার্টিতে থাকলে সেই অনুষ্ঠানের কদর যেন বহুগুণ বেড়ে যায়। তবে চাইলেও সবাই তাদেরকে অনুষ্ঠানে বলিউড তারকাদের আনতে পারেন না পারিশ্রমিকের কারণে।
বলিউড তারকারা বিভিন্ন পার্টিতে নাচতে কে কত টাকা পারিশ্রমিক নেন তা জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে।
শাহরুখ খান:
মঞ্চে ঝড় তুলতে জুড়ি নেই শাহরুখ খানের। যেকোন অনুষ্ঠানে চল্লিশ মিনিটের উপস্থিতির জন্য ২ কোটি রুপি পারিশ্রমিক নেন বলিউড বাদশাহ। আর বাদশাহের পুরো পারফর্মেন্স উপভোগ করতে হলে ব্যয় করতে হবে ৮ কোটি রুপি।
সালমান খান:
যে কোনো বিয়ের অনুষ্ঠানে উপস্থিতির জন্য দেড় কোটি রুপি পারিশ্রমিক নেন সালমান খান। আর যদি পারফর্মেন্স করেন তাহলে পারিশ্রমিক নেন ২ থেকে ৩ কোটি রুপি।
হৃতিক রোশন:
যে কোনো বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে ২ কোটি রুপি চার্জ করেন হৃতিক রোশন।
অক্ষয় কুমার:
বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য আড়াই কোটি রুপি পারিশ্রমিক নেন অক্ষয় কুমার। শুধু উপস্থিত থাকতে নেন দেড় কোটি রুপি।
দীপিকা পাডুকোন:
বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নেন দীপিকা পাডুকোন।
ক্যাটরিনা কাইফ:
যে কোনো বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য আড়াই কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন ক্যাটরিনা কাইফ।
আনুশকা শর্মা:
যে কোনো বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য ৭০ লাখ রুপি পারিশ্রমিক নেন আনুশকা শর্মা। শুধু উপস্থিত থাকতে নেন ৫০ লাখ রুপি।
রণবীর সিং:
বিয়ের অনুষ্ঠানে উপস্থিতির জন্য ৭০ লাখ রুপি পারিশ্রমিক নেন রণবীর সিন। পারফর্মের জন্য নেন ১ কোটি রুপি।
রণবীর কাপুর:
বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য ২ থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন রণবীর কাপুর।
সানি লিওন:
যে কোনো বিয়ের অনুষ্ঠানে উপস্থিতির জন্য ২০ লাখ রুপি পারিশ্রমিক নেন সানি লিওন। সঙ্গে পারফর্মেন্সের জন্য চার্জ করেন আরও ১০ লাখ রুপি।
এছাড়া সোনাক্ষী সিনহা, মালাইকা আরোরা বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে ২৫ থেকে ৩০ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।