বিনোদন ডেস্ক : ‘আর্যা’ সুস্মিতা সেনের ক্যারিয়ার গ্রাফের পালে হাওয়া লাগিয়েছে নিঃসন্দেহে। এই ওটিটি সিরিজ দিয়ে অভিনেত্রী প্রচুর সমালোচনা, ভালবাসা এবং ফ্যানডম অর্জন করেছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রীর একটি পোস্ট দেখে অনুরাগীরা মনে করছেন ‘আর্যা ৩’ আসছে খুব শীঘ্রই। সিরিজটি নিয়ে প্রত্যাশায় অপেক্ষা করছেন অনুরাগীরা। তাদের অপেক্ষার অবসান ঘটবে বলে মনে করছে নেটপাড়া।
শুক্রবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন সুস্মিতা। সেখানে ৩ নভেম্বরে বাঘিনী ফেরার সময় হয়েছে বলে একটি বার্তা দিয়েছেন তিনি । সঙ্গে হ্যাশটাগ ডিজনি + হটস্টার। ভিডিওটিতে একটি থাবার অ্যানিমেটেড গ্রাফিক দেখানো হয়েছে। যা বোঝায় যে আহত বাঘিনী লড়াই করার জন্য প্রস্তুত। সেখান থেকে অনুমান যে ‘আর্যা’ ফিরছে নতুন রূপে।
রাম মাধবানি এবং সন্দীপ মোদি দ্বারা নির্মিত ‘আর্যা ৩’ হল জনপ্রিয় ডিজনি প্লাস হটস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিজন। লকডাউনের পরবর্তী সময়ে ‘আর্যা’ সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।
সুস্মিতা সেন ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন সিকান্দার খার, নমিত ব্যাস, মণীশ চৌধুরী এবং অঙ্কুর ভাটিয়া।