তথ্যপ্রযুক্তি ডেস্ক: শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য সস্তায় ল্যাপটপ আনছে গুগল ও এইচপি। এই দুই প্রযুক্তি ও সেবাদাতা প্রতিষ্ঠান দুইটি একজোট হয়েছে শিগগিরই বাজারে এই ল্যাপটপ আনছে।
আসন্ন ল্যাপটপ হবে ক্রোমবুক সিরিজের। এগুলোর দাম হবে ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। শুরুতে এই ল্যাপটপ ভারতের বাজারে পাওয়া যাবে।
গুগল ও এইচপির যৌথভাবে তৈরি এই ল্যাপটপ উৎপাদন হবে ভারতের চেন্নাইয়ের কাছে ফ্লেক্স ফ্যাসিলিটিতে।
এইচপি ২০২০ সালের অগস্ট থেকে এই জায়গায় (ফ্লেক্স ফ্যাসিলিটি) ডেস্কটপ এবং ল্যাপটপ তৈরি করছে।
২ অক্টোবর থেকে এসব মডেলের উৎপাদন শুরু হতে পারে। কোম্পানির মতে, শিক্ষার্থীদের চাহিদা মেটাতে বাজারে আনা হবে কম দামের ল্যাপটপ। এই প্রথম ভারতে ক্রোমবুকের উৎপাদন করা হবে।
গুগল ও এইচপি ল্যাপটপের ফিচার
গুগল এবং এইচপি কোম্পানির এই আসন্ন মডেলগুলোতে আপনি ঠিক কী ধরনের ফিচার দেখতে পাবেন, সেই সম্পর্কে এখনই কিছু জানায়নি। তবে এটা নিশ্চিত যে এইচপি এবং গুগল উভয়ই শিক্ষার্থীদের চাহিদার কথা মাথায় রেখে এই মডেলগুলো ডিজাইন করবে এবং এই মডেলগুলোতে এমন ফিচার দেওয়ার চেষ্টা করবে যা তাদের প্রয়োজন।