স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে এবার গ্রুপ ‘এফ’-এ সবচেয়ে বেশি দৃষ্টি থাকবে ফুটবলপ্রেমীদের। কেননা এই গ্রুপের প্রতিটি ম্যাচই যেন ফাইনালের আগে আরও এক ফাইনাল। আর সামান্য ভুলে ধূলিসাৎ হয়ে যেতে পারে শিরোপার স্বপ্ন। তবে এমন ‘মৃত্যুকূপে’ থেকেও খানিকটা স্বস্তির নিশ্বাস ফেলেছে পিএসজি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় দিয়েই মৌসুম শুরু করেছে তারা। কিলিয়ান এমবাপ্পে এবং আশরাফ হাকিমির গোলে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস জায়ান্টরা।
এবার ফরাসি এই ক্লাবটিতে নেই আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পাশাপাশি দল ছেড়েছেন আরেক বিশ্বসেরা তারকা নেইমার জুনিয়রও। যে কারণে এবারের মৌসুমে দলটিকে কিছুটা দুর্বলই ভাবা হচ্ছিল। যে কারণে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পেকে ঘিরেই পুরো পরিকল্পনা করতে হচ্ছিল তাদের। বিশ্বকাপজয়ী এই তারকাও তাতে দলকে নিরাশ করেননি, গোল করে অবদান রেখেছেন দলের জয়ে।
এদিন ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে পিএসজি। তাদের নিখুঁত নৈপুণ্যে সাজানো আক্রমণের কাছে পাত্তাই পাচ্ছিল না ডর্টমুন্ড। তবে আক্রমণ-পাল্টা আক্রমণের একপর্যায়ে প্রায় গোল হজমই করতে বসেছিল পিএসজি। যদিও এই যাত্রায় কাতারি মালিকানাধীন ক্লাবটিকে বাঁচান গিয়ানলুইগি দোন্নারুম্মা।
এর খানিকটা পরই নিশ্চিত গোল বঞ্চিত হয় পিএসজির। ম্যাচের ১৯তম মিনিটে আশরাফ হাকিমির কাছ থেকে বল পেয়ে শট নেন ভিতিনহা। তবে গোলপোস্টে লেগে তা ফিরে আসে।
ডর্টমুন্ডের এক ফুটবলারের হাতে বল লাগায় পেনাল্টির সুযোগ এসেছিল ফরাসি জায়ান্টদের সামনে। কিন্তু শেষ পর্যন্ত তা ডর্টমুন্ডের পক্ষেই যায়। ভিএআর দেখে সিদ্ধান্ত পাল্টান ম্যাচ রেফারি। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠে ছাড়ে প্রথমার্ধে ৭৮ শতাংশ বলের দখল রাখা পিএসজি।
বিরতি থেকে ফিরেই মাঠের দৃশ্যপট বদলে দেন এমবাপ্পে। ম্যাচের ৪৭তম মিনিটে এবারের চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো গোল উৎসবে মাতে পিএসজি। স্পটকিক থেকে গোল করে দলকে লিড এনে দেন এমবাপ্পে।
এর মিনিট দশেক পরই ব্যবধান দ্বিগুণ করে ফরাসি ক্লাবটি। ম্যাচের ৫৮তম মিনিটে হাকিমির দুর্দান্ত এক গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
শেষ দিকে দুই দলই আপ্রাণ চেষ্টা চালায়। তবে তা আর হয়নি, ২-০ ব্যবধানে জয়ের গল্প লিখেই চ্যাম্পিয়ন লিগের এবারের মৌসুম শুরু করল পিএসজি।