স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন আন্তনি। এই ফরোয়ার্ডের সাবেক প্রেমিকা তাকে নির্যাতনের অভিযোগ আনার পর ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, যেসব অভিযোগ সামনে এসেছে, সেগুলোর তদন্ত হওয়া প্রয়োজন। সে কারণেই জাতীয় দল থেকে ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে বাদ দেওয়া হয়েছে। খবর বিবিসির।
সেলেকাওদের বলিভিয়া এবং পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য আন্তনির পরিবর্তে ডাকা হয়েছে আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে।
গতকাল সোমবার ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল আন্তনির সাবেক প্রেমিকার অভিযোগের ভিত্তিতে একটি সংবাদ প্রকাশ করে। সেখানেই মূলত আন্তনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়। এরপর অভিযোগ আমলে নিয়ে সাও পাওলো এবং গ্রেটার ম্যানচেস্টারের পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আন্তনি।
তবে ২৩ বছর বয়সী এই উইঙ্গার অভিযোগগুলো মিথ্যা দাবি করে বলেছেন, ‘আমি শান্তভাবে বলতে চাই, অভিযোগগুলো মিথ্যা। প্রমাণগুলো এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আরও কিছু প্রমাণ তৈরি করা হচ্ছে, যা দেখাবে যে আমি নির্দোষ। আমার বিশ্বাস, চলমান পুলিশি তদন্ত আমার নির্দোষ হওয়ার সত্যতাকে সামনে আনবে।’
এর আগে আন্তনির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনি তার সাবেক বান্ধবী গ্যাব্রিয়েলা কাভালিনকে ১৫ জানুয়ারি ম্যানচেস্টারের একটি হোটেল রুমে নির্যাতন করেছেন। সে সময় গ্যাব্রিয়েলাকে মাথা দিয়ে আঘাত করেন আন্তনি। এ কারণে তার মাথা কেটে যায় এবং পরে চিকিৎসাও নিতে হয়। তবে শুধু এটুকুই নয়; গ্যাব্রিয়েলার অভিযোগ, আন্তনি তার বুকে আঘাত করেছেন, এতে তাঁর কৃত্রিমভাবে স্থাপন করা স্তনের ক্ষতি হয়েছে। এ কারণে পরবর্তী সময়ে তাকে আবার অস্ত্রোপচার করতে হয়েছে।
আন্তনি অবশ্য তার বিবৃতিতে সাবেক প্রেমিকার সঙ্গে সম্পর্ক অশান্ত হয়ে ওঠার বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু কোনো ধরনের শারীরিক নির্যাতন করেননি বলেও জানিয়েছেন। এর আগে গত জুনে আন্তনি একটি বিবৃতি প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন, সাবেক প্রেমিকা তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার মিথ্যা অভিযোগ এনেছেন।
এই ঘটনায় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) বলেছে, অভিযোগগুলোর ব্যাপারে তারা সচেতন এবং সত্যতা উদ্ঘাটনে তদন্ত চলমান। তবে এই মুহূর্তে তারা এ নিয়ে আর বিশেষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বিবিসির পক্ষ থেকে আন্তনির ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগেও দলের ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডের বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল ইউনাইটেড। ছয় মাস তদন্তের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ২১ বছর বয়সী এই ইংলিশ ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিল করে তারা। গত সপ্তাহে ম্যানচেস্টার ছেড়ে ধারে স্প্যানিশ ক্লাব হেতাফেতে যোগ দিয়েছেন গ্রিনউড।