স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লিওঁ’র বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রোববার (৩ সেপ্টেম্বর) লিগ ওয়ানের এই ম্যাচে একটি করে গোল করেছেন মার্কো অ্যাসেনসিও এবং আশরাফ হাকিমি।
এক সময়ে ফরাসি লিগে রাজত্ব করা লিওঁ ঘরের মাঠে ফরাসি জায়ান্টদের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি। এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি পায় পিএসজি। স্পট-কিক থেকে সাতবারের লিগ চ্যাম্পিয়নদের জালে বল জড়িয়ে দলকে লিড এনে দেন এমবাপ্পে।
ম্যাচের ২০তম মিনিটে আসে দ্বিতীয় গোলটি। উসমান ডেম্বেলের সঙ্গে ওয়ান-টু পাসে বল নিয়ে এগিয়ে যান আশরাফ হাকিমি। এরপর গোলরক্ষককে বোকা বানিয়ে লিড বাড়ান এই ডিফেন্ডার।
এরপর ম্যাচের ৩৮তম মিনিটে ম্যানুয়েল উগার্তের পাস থেকে গোল করেন সদ্য পিএসজিতে যোগ দেওয়া স্প্যানিশ উইঙ্গার মার্কো অ্যাসেনসিও। প্রথমার্ধের ঠিক আগমুহূর্তে আসে চতুর্থ গোলটি। অ্যাসেনসিওর পাস থেকে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে।
বিরতি থেকে ফিরে আর গোল করতে পারেনি পিএসজি। উল্টো ফরাসি চ্যাম্পিয়নদের জালেই বল জড়িয়েছে স্বাগতিকরা। ম্যাচের ৭৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন লিওঁ’র মিডফিল্ডার কোরেন্টিন টলিসো।
এরপর আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে ৪-১ গোলের সহজ জয়ে মাঠ ছাড়ে পিএসজি।
এই জয়ে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এলো পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোনাকো। আর টেবিলের একেবারে তলানিতে অবস্থান লিওঁ’র।