স্পোর্টস ডেস্ক : অবশেষে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ঘোষিত এই স্কোয়াডে জায়গা হয়নি চোটাক্রান্ত ওয়ানিন্দু হাসারাঙ্গার। তবে দলে জায়গা হয়েছে করোনা আক্রান্ত কুশল পেরেরার।
টুর্নামেন্ট শুরুর প্রায় ২০ ঘণ্টা আগে দাসুন শানাকার নেতৃত্বে এই স্কোয়াড দিয়েছে আসরের সহ-আয়োজকরা। দলের ব্যাটিং ইউনিটে নিয়মিতই মুখরাই জায়গা পেয়েছেন। পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিসরা রানের চাকা সামলাবেন।
যদিও কুশল পেরেরাকে নিয়ে শঙ্কা জেগেছিল। তবে শেষ পর্যন্ত তার ওপরই আস্থা রেখে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। তবে প্রথম ম্যাচে তিনি খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত না।
ব্যাটিং ইউনিট চিন্তার কারণ না হলেও বোলিং ইউনিট নিয়ে বেশ বিপাকে আছে শ্রীলঙ্কা। কারণ, একের পর এক চোটে ছিটকে গেছেন তাদের বেশ কয়েকজন বিশ্বমানের বোলার। দুশমন্থ চামিরা, ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো পরীক্ষিতরা দলে নেই। তবে ঠিকই জায়গা পেয়েছেন দুনিথ ভেলালাগে, মাহিশ ঠেকশানা, মাথিশা পাথিরানারা। এ ছাড়া হাসারাঙ্গার বদলি হিসেবে দুসান হেমন্থকে নেওয়া হয়েছে।
একনজরে শ্রীলঙ্কার এশিয়া কাপের স্কোয়াড : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহিশ ঠেকশানা, দুনিথ ভেলালাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দুসান হেমন্থ, বিনুরা ফার্নান্দো, প্রমোদ মাদুশান।
উল্লেখ্য, ওয়ানডে ফরম্যাটে ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর। দুটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান নিয়ে গ্রুপ ‘বি’ আর ভারত ও পাকিস্তানের সঙ্গে কোয়ালিফায়ার খেলে আসা নেপাল গ্রুপ ‘এ’ তে খেলবে।
হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। তবে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে চারটি ম্যাচ ছাড়া ফাইনালসহ পুরো আসরের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
পাকিস্তান এবং নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। ৩১ আগস্ট ‘বি’ গ্রুপের এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সেখানে প্রথম ম্যাচ খেলে দ্বিতীয় ম্যাচের জন্য পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিতে হবে লাল-সবুজদের। আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ।