স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের নয়া মৌসুমেও নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। গতকাল শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। এই জয়ে তিন ম্যাচে তিনটিতেই জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। অপরদিকে ১০ জনের দলকে জোড়া গোল করে জেতালেন লিভারপুল তারকা দারউইন নুনেজ।
শেফিল্ডের মাঠে সিটিকে প্রথমে এগিয়ে দেন আর্লিং হালান্ড। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ৮৫তম মিনিটে ম্যাচে ফিরে স্বাগতিকরা। নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাওয়া সিটি হঠাৎ থমকে যায়। কিন্তু গার্দিওলার দল কেন চ্যাম্পিয়ন তা আবারো প্রমাণ করেন রদ্রি।
ম্যাচের ৮৮তম মিনিটে স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে জয়সূচক দ্বিতীয় গোলটি করেন এই স্প্যানিশ তারকা। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
অপরদিকে অলরেডদের হারতে থাকা ম্যাচ জিতিয়েছেন উরুগুইইয়ান তারকা নুনেজ। ম্যাচের শুরুতে গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক নিউক্যাসল।
দ্বিতীয়ার্ধে বদলি নেমে নিজের নামের প্রতি সুবিচার করেন নুনেজ। নিশ্চিত পরাজয়ের মুখ থেকে লিভারপুলকে টেনে তুলেন তিনি। ২৮তম মিনিটে নিউক্যাসলের আলেক্সান্দার ইসাককে বক্সের বাইরে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন অলরেড ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
তবে ইয়ুর্গেনে ক্লপের বাজির ঘোড়া নুনেজ দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ৮১ ও ৯৩তম মিনিটে লিভারপুলের হয়ে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। এ নিয়ে লিগে তিন ম্যাচে দুই জয় তুলে নিয়েছে ক্লপের শিষ্যরা।