স্পোর্টস ডেস্ক : পিছিয়ে পড়েও জুড বেলিংহ্যামের জোড়া গোলে আলমেরিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে দারুণ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজে জোড়া গোল করার পাশাপাশি অবদান রাখেন ভিনিসিউস জুনিয়রের গোল। ম্যাচের শুরুতে আলমেরিয়াকে এগিয়ে নিয়েছিলেন রেয়ালের সাবেক মিডফিল্ডার সের্হিও আরিবাস।
শনিবার লা লিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে খেলতে নামে কার্লো আনচেলত্তির শিষ্যরা। যেখানে নতুন মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতল স্পেনের সফলতম দল রেয়াল। গত মৌসুমে কোনোমতে লা লিগায় টিকে যাওয়া আলমেরিয়া হারল প্রথম দুই ম্যাচেই।
এদিন ঘরের মাঠে তৃতীয় মিনিটে এগিয়ে যায় আলমেরিয়া। টনি ক্রুসের ফ্রি কিক রুখে দিয়ে দ্রুত গতিতে পাল্টা আক্রমণে যায় স্বাগতিকরা। বাম উইং ধরে এগিয়ে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস রবের্তোনি দারুণ ক্রস বাড়ান ডি-বক্সে। গতিতে ক্রুসকে পেছনে ফেলে দারুণ হেডে জাল খুঁজে নেন সের্হেও আরিবাস।
গোল হজমের পর আলমেরিয়ার রক্ষণে প্রবল চাপ তৈরি করা রেয়াল সমতা ফেরায় ১৯তম মিনিটে। দানি কারভাহালের ক্রসে ফেদে ভালভেরদের হেডে ডি-বক্সে বিপজ্জনক জায়গায় বল পান বেলিংহ্যাম। ঠিক মতো রিসিভ করতে পারেননি তিনি, তবে স্প্যানিশ ডিফেন্ডার চুমির পায়ে লাগার পর বল ফিরে পেয়ে দারুণ ফিনিশিংয়ে সারেন বাকিটা।
বিরতির পর আক্রমণ-প্রতি আক্রমণে দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচে ৬০তম মিনিটে এগিয়ে যায় রেয়াল। ক্রুসের চমৎকার ফ্রি কিকে ছুটে গিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন বেলিংহ্যাম। ইউরোপের সফলতম দলটির হয়ে দুই ম্যাচে ইংলিশ মিডফিল্ডারের গোল হল তিনটি।
৭৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় রেয়াল। বেলিংহ্যামের কাছ থেকে ডি বক্সের মাথায় বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ভিনিসিউস জুনিয়র। নতুন মৌসুমে এটাই তার প্রথম গোল।